Advertisement
Advertisement

Breaking News

CPM

‘ত্রুটি’ সংশোধনে জোর, নেতাদের বেচাল বন্ধ করতে কঠোর অভিযানে সিপিএম

পার্টি সদস‌্যদের কমিউনিস্ট মূল‌্যবোধ, নীতিবোধ রক্ষায় ফের নতুন করে বার্তা দিতে হচ্ছে বঙ্গ সিপিএমকে।

CPM to take strict action to protect discipline into the party as many of the leaders face punishment for violating party rules

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 12, 2025 9:00 am
  • Updated:May 12, 2025 9:03 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পার্টিতে ‘ত্রুটি সংশোধন’ অভিযানে আরও জোর দিতে চাইছে আলিমুদ্দিন। দলের একাধিক নেতার বিরুদ্ধে মহিলাঘটিত অভিযোগ উঠছে। অভিযোগের জেরে কাউকে পদ থেকে সরাতে হচ্ছে, কাউকে করতে হচ্ছে বহিষ্কার, কাউকে আবার সাসপেন্ড করে তদন্ত চালছে। প্রতিটি ক্ষেত্রেই মুখ পুড়ছে আলিমুদ্দিনের। তাই এবার পার্টি সদস‌্যদের কমিউনিস্ট মূল‌্যবোধ, নীতিবোধ রক্ষার স্বার্থে ফের নতুন করে বার্তা দিতে হচ্ছে বঙ্গ সিপিএমকে। পার্টির একাংশের প্রশ্ন, তাহলে কি পার্টির নিরন্তর ত্রুটি সংশোধন অভিযান পর্যালোচনায় ঘাটতি দেখা যাচ্ছিল? তাই রাজ‌্য নেতাদের বিরুদ্ধে একের পর এক নারীঘটিত অভিযোগ সামনে এসে গিয়েছে?

Advertisement

সম্প্রতি সিপিএম তাদের পার্টির চিঠিতে লিখেছে, সর্বদা পার্টির অভ‌্যন্তরে ‘ত্রুটি সংশোধন’ অভিযান পরিচালিত হয়। এই প্রক্রিয়া কত যত্ন সহকারে পরিচালিত হচ্ছে, ত্রুটি-বিচ্যুতি ঘটছে কি না, এটাও দেখা দরকার। পার্টির চিঠিতে বলা হয়েছে, বুর্জোয়া সমাজব‌্যবস্থার মধ্যে বসবাস করতে গিয়ে মূল‌্যবোধের অবক্ষয়, নীতিহীনতা, দুর্নীতি, চারিত্রিক অধঃপতন নিরন্তর ঘটে চলছে। এসবের প্রভাব পার্টিতে পড়ছে না, এই দাবি করা যায় না। সেই জন‌্য কমিউনিস্ট মূল‌্যবোধ, নীতিবোধ রক্ষা করে চলা প্রতিটি সদস্যের অবশ‌্য কর্তব‌্য।

বর্তমানে পার্টির একাধিক নেতার বিরুদ্ধে মহিলাঘটিত অভিযোগ প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়ে আলিমুদ্দিন। মহিলা ঘটিত অভিযোগের জেরে জেলা সম্পাদক পদ থেকে সরানো হয় প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে। তারপর সদ‌্য রাজ‌্য সম্মেলনে রাজ‌্য কমিটি থেকেও বাদ পড়েন সুশান্ত। পার্টির উত্তর ২৪ পরগনা জেলার প্রভাবশালী নেতা তন্ময় ভট্টাচার্য বর্তমানে সাসপেন্ড। এক মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় পার্টির আভ‌্যন্তরীণ তদন্ত কমিটি সাসপেন্ড করেছে তন্ময়কে। জুন মাসেই শেষ হচ্ছে তন্ময়ের ছ’মাসের সাসপেন্ডের সময়সীমা। তারপর উত্তর ২৪ পরগনার এই সিপিএম নেতার বিরুদ্ধে পার্টি কী অবস্থান নেয়, সেটাই দেখার।

আবার মুর্শিদাবাদের এক মহিলা নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে সম্প্রতি বহিষ্কারও করেছে সিপিএম। আবার সদ‌্য রাজ‌্য কমিটির সদস‌্য হওয়া কলকাতার এক সিটু নেতার বিরুদ্ধেও মহিলাঘটিত অভিযোগ উঠেছে। তার কিছু ছবি ও কথোপকথন সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় অস্বস্তিতে পড়েছে আলিমুদ্দিন। পাশাপাশি দলের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের কলকাতা জেলার সদ‌্য নির্বাচিত সভাপতির বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। দলের নেতাদের বিরুদ্ধে মহিলাঘটিত অভিযোগ ওঠায় তৃণমূল ও বিজেপির কটাক্ষের মুখে পড়তে হচ্ছে সিপিএমকে। মনে করা হচ্ছে, পার্টির মধ্যে ত্রুটি সংশোধনের কাজ আরও কঠোরভাবে করতে চাইছে আলিমুদ্দিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement