সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকঘণ্টা পরই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফরের সকালেই বেঙ্গালুরু উড়ে গেলেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ। মোদির সভায় আমন্ত্রণ পাননি তা আগেই জানিয়েছিলেন দাবাং এই নেতা। এদিন সকালে অভিমানী সুরেই বললেন, “ভাষণ মোবাইলেও শোনা যাবে।”
আজ অর্থাৎ ২২ আগস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ? বৃহস্পতিবার নিজেই বিষয়টা খোলসা করেছেন দিলীপ। তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দেন দিলীপ।
শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে দেখা গেল দিলীপ ঘোষকে। জানা গিয়েছে, বেঙ্গালুরু যাচ্ছেন তিনি। কিন্তু কেন, তা জানা যায়নি। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে অভিমানী দিলীপ বললেন, “মোদি কী বলছেন তা শুনতে সভায় থাকার তো দরকার নেই। মোবাইলেও শোনা যাবে।” পাশাপাশি দল ঠিক সময়ে তাঁকে কাজে লাগাবে বলেও মন্তব্য করলেন দিলীপ। জানা গিয়েছে, আগে থেকে শ্রী শ্রী রবিশংকরের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন তিনি। চিঠি পাঠিয়ে তাঁকে আজকে দেখা করার সময় দেওয়া হয়েছে। সেই মতো শুক্রবার বিকেলে আর্ট অফ লিভিং সেন্টারে যাবেন দিলীপ। দিলীপের এই বেঙ্গালুরু সফরকে খোঁচা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষকে তো কিছুতেই মোদি-শাহ এলে মঞ্চে উঠতে দেবেন না শুভেন্দুরা। আজকে যা খবর পেলাম, উনি শ্রী শ্রী রবিশংকরের কাছে যাচ্ছেন। বিজেপি একটা মানুষকে কতটা আঘাত দিলে, জীবনদর্শন পালটে দিলে আর্ট অফ লিভিংয়ে যেতে পারেন!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.