Advertisement
Advertisement

Breaking News

Online scam

চিকিৎসকের মোবাইল চুরি, ফেরত দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতাল অনলাইন জালিয়াত

ওই চিকিৎসক এসএসকেএম হাসপাতালে কর্মরত।

Doctor lost huge money over online scam on attempt to find phone
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 13, 2025 3:38 pm
  • Updated:May 13, 2025 3:38 pm   

অর্ণব আইচ: চুরি গিয়েছিল মোবাইল। সিমকার্ড ব্লক করেও কোনও লাভ হল না। মোবাইল ফেরত দেওয়ার নাম করে চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিল অনলাইন জালিয়াত।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসক এসএসকেএম হাসপাতালে কর্মরত। তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকেন যাদবপুরে। হাসপাতালে ডিউটি করার সময়ই এপ্রিলের শেষে তাঁর মোবাইলটি চুরি যায়। এই ব‌্যাপারে তিনি দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে মোবাইলের প্রত্যেকটি সিমকার্ড ব্লক করে দেন। পুলিশের সাহায্যে মোবাইলটি ফেরত পাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

এর মধ্যেই চিকিৎসকের বাবার মোবাইলে একটি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক ব‌্যক্তি জানায়, সে ওই মোবাইলটি কুড়িয়ে পেয়েছে। সেটি ফেরত দিতে চায়। কীভাবে ফেরত দেবে, তা নিয়ে আলোচনাও করে। আর এভাবেই প্রতারক মোবাইলের কিছু তথ‌্য জেনে নেয় বলেই সন্দেহ পুলিশের। ততদিনে নতুন ফোনে নতুন সিমকার্ড ভরিয়ে ব‌্যবহার শুরু করেছেন ওই চিকিৎসক। সম্প্রতি মোবাইলে কয়েকটি মেসেজ আসে। তাঁকে জানানো হয় যে, চারটি ব‌্যাঙ্কের অ‌্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।

পুলিশের কাছে আসা অভিযোগ অনুযায়ী, ওই চিকিৎসক মেসেজে জানতে পারেন যে, তাঁর যাদবপুরের একটি বেসরকারি ব‌্যাঙ্কের অ‌্যাকাউন্টে তিনটি লেনদেনের মাধ‌্যমে তুলে নেওয়া হয়েছে ৯৯ হাজার ৯০০ টাকা। এ ছাড়াও যাদবপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্কে চারটি লেনদেনে ৩১ হাজার ১০০ টাকা, এলগিন রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্কের আটটি লেনদেনে ১ লক্ষ ২৯ হাজার ৮০০ টাকা ও যোধপুর পার্কের একটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্ক থেকে ৬ হাজার টাকা তুলে নেওয়া হয়। জালিয়াত চিকিৎসকের চুরির ফোন ব‌্যবহার করে তাঁর চারটি অ‌্যাকাউন্ট থেকে মোট ২ লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা তুলে নেওয়া হয় বলে ভবানীপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেন।

পুলিশের মতে, চিকিৎসকের মোবাইলেই ব‌্যাঙ্ক সংক্রান্ত তথ‌্য ছিল। তাঁর মোবাইলে জালিয়াত নিজের নতুন সিমকার্ড ভরে তা চালু করে দেয়। শুধু তার ব‌্যাঙ্কের কিছু তথ‌্য জানার প্রয়োজন ছিল। সেগুলি জেনে নেওয়ার পরই সে অনলাইন জালিয়াতি করে। ওই চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরেই অনলাইন জালিয়াতের সন্ধান পাওয়ার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ