Advertisement
Advertisement
ED

ইডির বিশেষ নজরে অয়ন শীলের ছেলে, ছেলের বান্ধবী সহ-৫! আগামী সপ্তাহেই তলবের সম্ভাবনা

এদিকে ফের জেল হেফাজতে অয়ন শীল।

ED might summon Ayan Sil's aide next week | Sangbad Pratidin

সস্ত্রীক অয়ন শীল।

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 11, 2023 4:20 pm
  • Updated:April 11, 2023 5:28 pm   

অর্ণব আইচ: এবার ইডির বিশেষ নজরে অয়ন শীলের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় (Iman Ganguly) ও শ্বেতা চক্রবর্তী। আগামী সপ্তাহেই তাঁদের তলব করা হতে পারে বলে খবর। এদিকে মঙ্গলবার আদালতে তোলা হলে অয়ন শীলকে (Ayan Shil) ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

Advertisement

অয়ন শীলকে গ্রেপ্তারির পর থেকেই নিয়োগ দুর্নীতিতে ধৃতের ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই উঠে এসেছিল অয়নের স্ত্রী কাকলি, ছেলে অভিষেক, ছেলের বান্ধবী ইমন ও কামারহাটি পুরসভার কর্মী শ্বেতা চক্রবর্তীর নাম। এবার আদালতে ইডি জানাল, তাঁদের বিশেষ নজর রয়েছে অয়ন শীলের ছেলে অভিষেক, ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় উপর। এখানেই শেষ নয়, ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ের উপরও পুরো নজর রয়েছে ইডির। বিভাস বাবু নগর উন্নয়ন দপ্তরের পদস্থ কর্তা বলে খবর। এদিকে অভিষেক ও ইমন একসঙ্গে পেট্রল পাম্প কিনেছেন, তা আগেই প্রকাশ্যে এসেছে। সেই পাম্পের পুরো টাকাই নাকি দিয়েছেন অয়ন। একটি রেস্টুরেন্টও রয়েছে তাঁদের। তাঁদের জেরা করলেই অনেক তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই আগামী সপ্তাহে অয়ন শীলের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী ইমন ও শ্বেতা চক্রবর্তীকে তলব করবে ইডি।

[আরও পড়ুন: ‘দলে ফিরতে প্রায়শ্চিত্ত করতে হবেই’, দণ্ডির পক্ষে সওয়াল করে বিতর্কে অপরূপা পোদ্দার]

প্রসঙ্গত, অয়ন শীলকে গ্রেপ্তারির পরই প্রকাশ্যে আসে ইমন গঙ্গোপাধ্যায় ও শ্বেতা চক্রবর্তীর নাম। শোনা যাচ্ছিল, শ্বেতার সঙ্গে নাকি মামা-ভাগ্নি পরিচয়ে বেলঘড়িয়ার ভাড়া থাকতেন অয়ন। এদিকে ছেলের বান্ধবী ইমনও নাকি জড়িত তাঁর দুর্নীতিতে। কিন্তু ঠিক কী ভূমিকা ছিল ইমনের, এবার তা জানতে চেষ্টা করছে ইডি।

[আরও পড়ুন: রামনবমীর অশান্তির পরই পুলিশে রদবদল, হাওড়া ও শিবপুর থানার দায়িত্বে নতুন আইসি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ