Advertisement
Advertisement
Felix Raj

‘থামুক যুদ্ধ, নামুক শান্তি’, টেরেসার জন্মদিনে জীবনী উন্মোচন করে বার্তা ফেলিক্স রাজের

মঙ্গলবার সেন্ট জেভিয়ার্সের উপাচার্যের গ্রন্থ প্রকাশিত হল বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে।

Felix Raj's biography published on Mother Teresa's birthday

(বাম দিক থেকে) জাভেদ খান, ড. জেমস অর্জুন টেট, ড. ফেলিক্স রাজ, সুজিত বসু, রেভারেন্ড জয়রাজ ভেলুস্বামী। ছবি: শুভাশিস রায়

Published by: Biswadip Dey
  • Posted:August 26, 2025 8:50 pm
  • Updated:August 26, 2025 8:50 pm   

মণিশংকর চৌধুরী: প্রকাশিত হল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার জন ফেলিক্স রাজের জীবনী গ্রন্থ ‘মাজিস মন্ত্র- দ্য লাইফ অ্যান্ড লিগ্যাসি অফ ফাদার ফেলিক্স রাজ, এসজে’। মঙ্গলবার ছিল মাদার টেরেসার ১১৫তম জন্মবার্ষিকী। আর এদিনই ফেলিক্স রাজেরও জন্মদিন। সেই উপলক্ষে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল বইপ্রকাশের দিন হিসেবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ আহমেদ খান প্রমুখ।

Advertisement

কলকাতা অ্যালুমনি অ্যাসোসিয়েশন আয়োজিত এদিনের অনুষ্ঠান ছিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে। ড. প্রভাতকুমার দত্ত লিখিত এই বই প্রকাশের পর বক্তব্য রাখার সময় ফাদার ফেলিক্স রাজ জানান বই প্রকাশের উদ্দেশ্য। তিনি বলেন, ”কোনও বিতর্ক নয়। কোনও বাণিজ্যিক উদ্দেশ্য নয়। আমার এই জীবনী অনুপ্রেরণা জোগাক তরুণদের। হয়ে উঠুক তাদের পথপ্রদর্শক।”

মাদারের ছবিতে পুষ্পার্পণ। ছবি: শুভাশিস রায়

পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে আসে যিশুর শিক্ষার প্রসঙ্গ। তিনি বলেন, ”যিশুর শিক্ষা মেনে শান্তির উপাসনা হোক। বিশ্বজুড়ে যে যুদ্ধ চলছে, আমি চাই তা থেমে যাক। শান্তি নামুক।” পাশাপাশি বর্তমান সময়ের অসহিষ্ণুতা প্রসঙ্গেও তাঁকে বলতে শোনা যায়, ”ভারতবর্ষ বহু ভাষাভাষীর দেশ। বৈচিত্রই এই দেশকে সুন্দর করে তুলেছে। নানা মত, নানা পরিধান, বিভিন্ন ধর্মই এই দেশের শক্তি। এখানে অসহিষ্ণুতার কোনও জায়গা নেই।”

সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য পরিবেশন। ছবি: শুভাশিস রায়

উল্লেখ্য, ‘মাজিস মন্ত্র’ বইটি কেবল জীবনী মাত্র নয়। এখানে বর্ণিত হয়েছে ফেলিক্স রাজের দর্শন, নেতৃত্ব ও যিশুর শিক্ষাকে তরুণ প্রজন্মের ভিতরে ছড়িয়ে দেওয়ার দৃঢ় সংকল্পের কথাও। বলে রাখা ভালো, গত বছরে তাঁর জেসুইট হওয়ার ৫০ বছর পূর্ণ হয়েছে। সম্মেলনের সূচনা অনুষ্ঠান থেকেই ফাদার ফেলিক্স রাজের হাতে ‘মাজিস মেডেল’ও তুলে দেওয়া হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ