ফাইল ছবি
অর্ণব আইচ: যেন সিনেমার দৃশ্য। রাজস্থানে এক খুনের মামলার তিন অভিযুক্ত কলকাতায় গাঢাকা দিয়েছিল। ফুলবাগান পুলিশ তাদের আটক করে। কিন্তু সূত্রের দাবি থানায় নিয়ে যাওয়ার সময়ই তারা পালিয়ে যেতে চেষ্টা করে। যদিও শেষরক্ষা হয়নি। পূর্বাচল আবাসনে ঢুকে পড়লেও শেষপর্যন্ত তারা ধরা পড়ে যায়। পুলিশ আটক করেছে তাদের।
জানা যাচ্ছে, রাজস্থানের একটি খুনের মামলার অভিযুক্ত ওই চারজন। কলকাতায় এসে গাঢাকা দিয়েছিল তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কাদাপাড়া ফুলবাগান এলাকার স্থানীয়রা পুলিশকে জানান, তিন সন্দেহভাজনকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। দ্রুত ফুলবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিন অভিযুক্ত তদন্তকারীদের মিথ্যে গল্প বলার চেষ্টা করে। কিন্তু অচিরেই পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় মিথ্যে বলছে তারা। কার্যতই এরপর ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরিয়ে পড়ে। পুলিশ জানতে পারে রাজস্থানের কুচমন থানা এলাকার এক হত্যাকাণ্ডের মামলায় এরা অভিযুক্ত। সূত্রের দাবি, পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। দৌড়ে সল্টলেকের পূর্বাচলে একটি আবাসনে ঢুকেও পড়ে।
দাবি, প্রথমে পুলিশ কর্তাদের একটি আবাসনের চারতলায় উঠে যায় তারা। কিন্তু নিরাপত্তা রক্ষীদের তাড়া খেয়ে সেখান থেকে পালায়। সল্টলেক বেঙ্গল টেনিস অ্যাকাডেমির কাছে তাদের ধরে ফেলেন আইপিএস কোয়ার্টারের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা, টেনিস অ্যাকাডেমির কর্মীরাও তাদের ধাওয়া করেছিলেন। খবর পেয়ে প্রথমে বিধাননগর থানার পুলিশ, পরে ফুলবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। আটক করে ভিনরাজ্যের পলাতক অভিযুক্তদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.