Advertisement
Advertisement

Breaking News

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, চোখ রাখবেন কোন ওয়েবসাইটে?

সকাল ১০.৩০ থেকেই ওয়েবসাইটে ফল দেখতে পাবে পড়ুয়ারা।

HS result to be announced today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2018 8:34 am
  • Updated:June 8, 2018 9:55 am   

কলকাতা: শুক্রবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল৷সকাল দশটায় সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ১০.৩০ থেকেই ওয়েবসাইটে ফল দেখতে পাবে পড়ুয়ারা। সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলি থেকে স্কুলগুলিকে মার্কশিট দেওয়া হবে।

Advertisement

[বাড়াতে হবে ভাড়া, দাবিতে এবার ধর্মঘটের ডাক লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের]

একাধিক ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলি হল– wbresults.nic.in/, highersecondary/wbhsres.htm, www.knowyourresult.com, wb12.knowyourresult.com, www.indiaresults.com, www.examresults.net, www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net। এছাড়াও SMS করেও জানা যাবে পরীক্ষার ফল। WB12<RollNo>
লিখে তা পাঠাতে হবে ৫৬২৬৩ নম্বরে।

[উন্নয়নের কাজ যেন থমকে না থাকে, হাওড়ায় প্রশাসনিক বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর]

২৭ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,২৬,০২৬। যা গত বছরের তুলনায় ৫৩ হাজার বেশি। ৫৮ দিনের মাথায় ফল প্রকাশ  করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হয়েছে। অন্য সর্বভারতীয় এন্ট্রান্সের ফলও প্রকাশিত হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস