Advertisement
Advertisement
Hoogly

মাঝরাতের অন্ধকারে হুগলি নদীতে ভেসে যাচ্ছিলেন মহিলা! উদ্ধার করল নৌসেনা

স্রোতের সঙ্গে লড়ে উদ্ধার করা হয় তাঁকে।

Indian Navy rescues a Drowning lady from Hoogly river
Published by: Biswadip Dey
  • Posted:August 8, 2025 7:54 pm
  • Updated:August 8, 2025 7:54 pm   

অর্ণব আইচ: মধ্যরাত। হুগলি নদীতে রোজকার মতোই টহল দিচ্ছিল ভারতীয় নৌসেনার নেতৃত্বাধীন ‘সাগরপ্রহরী বল’ (কলকাতা)। আর তখনই নজরে পড়ে অন্ধকার নদীতে কে যেন ভেসে যাচ্ছে! সে চেষ্টা করছে প্রতিরোধের। কিন্তু জলের তুমুল স্রোত তাকে নিয়ে যাচ্ছে আরও দূরে! সঙ্গে সঙ্গে দ্রুত বোট সেদিকে ঘুরিয়ে দেওয়া হয়। কাছে পৌঁছতে দেখা যায় এক মহিলাকে। শেষপর্যন্ত তাঁকে উদ্ধার করে নদী ট্র্যাফিক পুলিশের হাতে তুলে দেয় বাহিনী।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, হঠাৎই অন্ধকারে হুগলি নদীর জলে পড়ে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। তিনি আর্ত চিৎকারও করতে থাকেন। দূর থেকে সেটা নজরে আসে সাগরপ্রহরী বলের। তারা দ্রুত বোট নিয়ে সেদিকেই যায়। অনেক চেষ্টা করে তবে উদ্ধার করা সম্ভব হয় ওই মহিলাকে। যদিও অন্ধকার নদীতে স্রোতের ধাক্কায় ভেসে যেতে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল। গোটা অভিযানটির নেতৃত্বে ছিলেন নৌসেনা আধিকারিক।

জানানো হয়েছে, এমন পরিস্থিতিতে ওই মহিলা প্রবল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁকে শান্ত করা হয়। এরপর তাঁকে নদী ট্র্যাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি কীভাবে জলে পড়ে গিয়েছিলেন, তাঁর পরিবারে কে কে আছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ