Advertisement
Advertisement
Kali Puja 2025

সুরক্ষার স্বার্থে ফানুস ওড়ানো বন্ধ হোক, আর্জি নিয়ে সিপির দ্বারস্থ কালীপুজো উদ্যোক্তারা

বৃহস্পতিবার থেকেই টালা, ময়দান, বেহালা ও কালিকাপুরে শুরু হচ্ছে বাজি বাজার।

Kali Puja 2025: Puja committees appeal to police commissioner to stop flying sky lantern
Published by: Sucheta Sengupta
  • Posted:October 16, 2025 1:49 pm
  • Updated:October 16, 2025 2:02 pm   

অর্ণব আইচ: কালীপুজো, দীপাবলিতে ফানুস ওড়ানো বন্ধ করার আর্জিতে পুলিশ কমিশনারকে আবেদন পুজো উদ্যোক্তাদের। সুরক্ষার স্বার্থে ফানুস যাতে বন্ধ হয়, সেই ব‌্যাপারে ব‌্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। বুধবার কালীপুজো উদ্যোক্তা ও দমকল, পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কমিশনার ও অন‌্য পুলিশকর্তারা। এদিন পুলিশ কমিশনার জানান, কয়েকটি পুজো কমিটি ফানুস বন্ধ করার অনুরোধ জানিয়েছে।

Advertisement

ফানুস ওড়ানোর ব‌্যাপারে ২০১৯ সালের দমকলের একটি নির্দেশিকা রয়েছে। সেই অনুযায়ী, ফানুস নিষিদ্ধ। প্রত্যেক থানা, ডিভিশনকে বলা হয়েছে, এই ব‌্যাপারে ব‌্যবস্থা নিতে। তিনি জানান, ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে বিসর্জন হবে। এখনও পর্যন্ত ২১০০টি কালীপুজো নিয়ে ‘আসান’-এ পুজোর আবেদন করেছেন। গত বছর ৩৫০০টি কালীপুজো হয়েছিল। এই বছর এখনও সময় আছে। বাজি, অগ্নিসুরক্ষা সংক্রান্ত ব‌্যাপারে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা হয়েছে।

এদিকে, বুধবার উত্তর কলকাতার টালা পার্কে বাজি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়। টালা বাজি বাজারের সাধারণ সম্পাদক শুভঙ্কর মান্না জানান, পুলিশ ও দমকল উপস্থিত হলেও হাজির ছিলেন না সবুজ বাজির নির্ধারক ‘নিরি’ বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কোনও প্রতিনিধি। সবুজ বাজি হলেও ৩৩টি বাজি পরীক্ষার জন‌্য পাঠানো হয়। কিন্তু সেগুলি আর পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই সবুজ বাজি বলে পরিচিত হয়েও ৩৩টি বাজি বৈধ কি না, তা অমীমাংসিত থেকে গিয়েছে। কিন্তু এগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। তাই বাজির বাজার থেকে এগুলি বিক্রি হবে।

বাজি বাজার। ফাইল ছবি।

বৃহস্পতিবার থেকেই টালা, ময়দান, বেহালা ও কালিকাপুরে শুরু হচ্ছে বাজির বাজার। পুলিশ কমিনার জানান, সবুজ বাজি নির্মাতাদের তালিকা বাজি বিক্রেতাদের দেওয়া হয়েছে। তাঁরা যে বাজি তৈরি করবেন, শুধু সেগুলিই ব‌্যবহার করা যেতে পারে। অন‌্য নিষিদ্ধ বাজির ক্ষেত্রে আইনি ব‌্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা পুলিশকে জানিয়েছেন যে, গতবার তার আগের বারের থেকে বাজির দাপট কম হয়েছে। এই বছর আরও কম হবে বলে আশা করা হচ্ছে। বহুতল থেকে নিষিদ্ধ আতসবাজি ও শব্দবাজি বন্ধের ব‌্যাপারে পুলিশের পক্ষে লিফলেট বিলি করে ও সোশ‌্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, মহিলা ও শিশুরা বাজি ফাটানোর সময় যথেষ্ট সতর্কতা মেনে চলেন। মহিলাদের শাড়িতে যাতে আগুন না ধরে যায় ও শিশুদেরও যাতে কোনও ক্ষতি না হয়, সেই ব‌্যাপারে সতর্ক করছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ