Advertisement
Advertisement

Breaking News

Metro

কালীপুজোয় পরিষেবা শুরু কখন? কটায় শেষ মেট্রো? জেনে নিন রুটের হালচাল

ভিড় সামাল দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ মেট্রো কর্তৃপক্ষের।

Kali Puja 2025: Special metro service for Kali Puja 2025
Published by: Sayani Sen
  • Posted:October 17, 2025 8:05 pm
  • Updated:October 17, 2025 8:11 pm   

নব্যেন্দু হাজরা: আগামী সোমবার কালীপুজো। দুর্গাপুজোর পর কালীপুজোতেও যাত্রীদের কথা ভেবে বিশেষ মেট্রোর বন্দোবস্ত। প্রতিটি রুটেই রাতে শেষ মেট্রোর সময়সীমা বাড়ছে। ভিড় সামাল দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ মেট্রো কর্তৃপক্ষের।

Advertisement

ব্লু লাইন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিদিন ২৭২টি মেট্রো চলে। তবে কালীপুজোয় চলবে মোট ১৪৪টি। সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৭.৫৪ মিনিটে শুরু হবে পরিষেবা। সকাল ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা শুরু হবে। সোমবার ওই রুটে সকাল ৮টায় পাওয়া যাবে প্রথম মেট্রো। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টায় শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা। তবে এই রুটে রাতের মেট্রো পরিষেবার সময়সীমা বাড়বে। রাত ৯টা ২৮ মিনিটের বদলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩৩ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ২২৬টির বদলে মোট ১২৪টি মেট্রো চলবে। তবে এই রুটে সকালের প্রথম এবং রাতের শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন নেই। অন্যান্য দিনের মতো সকাল সাড়ে ৬টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সকাল ৬টা ৩২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের মেট্রো ছাড়বে। রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং রাত ৯টা ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে।

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো রুটে ১২০টির বদলে ৫২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল এবং রাতের মেট্রোর সময় বদলাচ্ছে। সকাল ৭টা ৫৫ মিনিটের বদলে সকাল ১০টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং সকাল ৮টার বদলে সকাল ১০টা ২২ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়়া প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রাত ৮টার পরিবর্তে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল ৫টা ৩৪ মিনিটে। রাত ৮টা ৫ মিনিটের পরিবর্তে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত শেষ মেট্রো পরিষেবা বিকেল ৫টা ৫৪ মিনিটে পাওয়া যাবে।

পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটে ৮০টির পরিবর্তে ৪৪টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল ৬টা ৫০ মিনিটের বদলে জোকা-মাঝেরহাটে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ১০টায়। আবার সকাল ৭টা ১৪ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ২৪ মিনিটে মাঝেরহাট-জোকা মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আবার জোকা-মাঝেরহাট রুটে শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল ৫টা ২৮ মিনিটে। অন্যান্য দিন রাত ৮টা ৩৬ মিনিটে এই রুটে শেষ মেট্রো ছাড়ে। রাত ৮টা ৫৭ মিনিটের বদলে মাঝেরহাট-জোকা রুটে শেষ মেট্রো ছাড়বে বিকেল ৫টা ৪৯ মিনিটে।

বেলেঘাটা থেকে কবি সুভাষ অরেঞ্জ লাইনে কালীপুজোয় মোট ৪০টি মেট্রো পাওয়া যাবে। অন্যান্য দিনে ৬০টি মেট্রো চলে ওই রুটে। সকাল ৮টার বদলে বেলেঘাটা-কবি সুভাষ রুটে সকাল ৯টা ৫৫ মিনিট এবং সকাল ১০টায় কবি সুভাষ-বেলেঘাটা রুটে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আবার রাত ৮টা ৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৫৫ মিনিটে বেলেঘাটা থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা শেষ মেট্রো পাওয়া যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ