প্রতীকী ছবি
অর্ণব আইচ ও নিরুফা খাতুন: নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে থেকে অপহৃত হন এক ব্যক্তি। পাঁচ লাখ মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে শনিবার রাজা এসসি মল্লিক রোডের ধারে যাদবপুরের এক আবাসনের ১২ তলা থেকে ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা তিমিরকান্তি মজুমদারকে চলতি মাসের ২৮ তারিখ একদল দুষ্কৃতী অপহরণ করে বলে ভবানীপুর থানায় (Bhawanipur Police) অভিযোগ জানান তাঁর স্ত্রী তাপসী মজুমদার। লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্তে একটি বিশেষ দল গঠন করে পুলিশ। এক মহিলা পুলিশকর্মীকেও দলে রাখা হয়।
তদন্তে নেমে প্রথমে বেশ বেগ পেতে হয় পুলিশকে। অপহৃত ব্যক্তির পরিবার কোনও সহেন্দজনক ব্যক্তির নাম বলতে পারেনি। তবে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলার সময় পুলিশ জানতে পারে, তাপসী অচেনা নম্বরে ইউপিআইয়ের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠিয়েছেন। পুলিশ সঙ্গে সঙ্গে সেই নম্বর ট্র্যাক করে। সাহায্য নেওয়া হয় সাইবার পুলিশের। জানা যায় মোবাইলটি যাদবপুর এলাকায় রয়েছে। পুলিশের বিশেষ দল যাদবপুর থানার সুকান্ত সেতু এলাকা থেকে একজনকে আটক করে।
তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পান তদন্তকারীরা। সেই মতো রাজা এসসি মল্লিক রোডের ধারের এক আবাসনে অভিযান চালায় পুলিশ। সেই আবাসনের ১২ তলার একটি ঘর থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। বাড়ি থেকে সজল বোস, সুদীপ মজুমদার, সুমন বোস, সমীরকুমার দেব, সন্দীপ ওরফে চিমা দাস নামে পাঁচজনকে গ্রেপ্তার করছে পুলিশ। তাদের আদালতে পেশ করা হবে। কী কারণে অপহরণ, পিছনে কোনও শত্রুতা ছিল কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.