Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

জুড়ে গেল বিমানবন্দর-কবি সুভাষ, মেট্রোর চড়ার আগে দেখে নিন ভাড়ার তালিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই উদ্বোধন হল বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো রুটের!

know the jai hindi biman bandar metro fare list

মেট্রোর উদ্বোধনে প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদী।

Published by: Kousik Sinha
  • Posted:August 22, 2025 6:07 pm
  • Updated:August 22, 2025 7:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই উদ্বোধন হল বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো রুটের! খুলে গেল নোয়াপাড়া–বিমানবন্দর জয় হিন্দ, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায়। আজ শুক্রবারই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোয় উঠতে পারবেন যাত্রীরা। তবে বাকি নোয়াপাড়া-বিমানবন্দর জয় হিন্দ এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবা শুরু হবে সোমবার থেকে।

Advertisement

দীর্ঘ সময় ধরে নয়া এই তিন মেট্রোর রুটের জন্য অপেক্ষা ছিল। অবশেষে তা খুলে দেওয়া হল সাধারণ যাত্রীদের জন্য। নয়া এই মেট্রোর উদ্বোধনে কলকাতার যান চলাচলে গতি আসবে। অল্প সময়ের মধ্যেই শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছানো সম্ভব হবে। দীর্ঘ পথ কয়েক মিনিটের মধ্যেই পৌঁছানো সম্ভব হবে। কিন্তু কতটাকা ভাড়া দিতে হবে এজন্য?

জয়হিন্দ অর্থাৎ বিমানবন্দর থেকে কোন স্টেশনে পৌঁছতে কত টাকা পড়বে? রইল তালিকা

জয় হিন্দ-যশোর রোড – পাঁচ টাকা।
জয় হিন্দ-দমদম ক্যান্টনমেন্ট – ১০ টাকা।
জয় হিন্দ-নোয়াপাড়া – ২০ টাকা।
জয় হিন্দ-বরানগর – ৩০ টাকা।
জয় হিন্দ-দক্ষিণেশ্বর – ৩০ টাকা।
জয় হিন্দ-দমদম – ৩০ টাকা।
জয় হিন্দ-বেলগাছিয়া – ৩০ টাকা।
জয় হিন্দ-শ্যামবাজার- ৩৫ টাকা।
জয় হিন্দ-গিরিশ পার্ক- ৩৫ টাকা।
জয় হিন্দ-মহাত্মা গান্ধী রোড – ৩৫ টাকা।
জয় হিন্দ-সেন্ট্রাল – ৩৫ টাকা।
জয় হিন্দ-চাঁদনি চক – ৪০ টাকা।
জয় হিন্দ-এসপ্ল্যানেড – ৪০ টাকা।
জয় হিন্দ-পার্ক স্ট্রিট – ৪০ টাকা।
জয় হিন্দ-ময়দান – ৪০ টাকা।
জয় হিন্দ-রবীন্দ্র সদন – ৪০ টাকা।
জয় হিন্দ-নেতাজি ভবন – ৪০ টাকা।
জয় হিন্দ-যতীন দাশ পার্ক – ৪০ টাকা।
জয় হিন্দ-কালীঘাট – ৪০ টাকা।
জয় হিন্দ-রবীন্দ্র সরোবর -৪০ টাকা।
জয় হিন্দ-নেতাজি – ৪৫ টাকা।
জয় হিন্দ-শহিদ ক্ষদিরাম – ৪৫ টাকা।
কবি সুভাষ- ৪৫ টাকা

জয় হিন্দ-সেক্টর ফাইভ – ৭০ টাকা

জয় হিন্দ- শিয়ালদহ ৫০ টাকা

জয় হিন্দ- হাওড়া ময়দান ৫০ টাকা ভাড়া পড়বে। 

এদিন হাওড়া-সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন হয়। হাওড়া থেকে মেট্রো সল্টলেক সিটি সেন্টার, করুণাময়ী, সেক্টর ফাইভ যেতে ভাড়া পড়বে ৩০ টাকা।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ