সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকে কাশ্মীরজুড়ে চলছে সেনা অভিযান। উপত্যকায় জঙ্গিদের খোঁজে চিরুনিতল্লাশি চালাচ্ছে সেনা। গত ৫ দিনে অন্তত ৯ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই সেনা অভিযান নিয়েই এবার প্রশ্ন তুললেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লিখলেন, “সবকটা বাড়ি তো আমাদের দেশে। এতদিন এগুলো কীভাবে ছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাব?”
সন্ত্রাসের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হোক।
কিন্তু আজ টিভিতে গুটিকয় বাড়ি ভাঙা দেখিয়ে বলা হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থলে কড়া ব্যবস্থা হচ্ছে।
আজব! সবকটা বাড়িই তো আমাদের দেশে। সেগুলো এতদিন ছিল কী করে? স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া…— Kunal Ghosh (@KunalGhoshAgain)
পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। মৃত্যু হয়েছে মোট ২৬ জনের। হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই হামলার পরই পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে ভারত সরকার। সিন্ধু জলচুক্তি স্থগিত-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে। এদিকে শনিবার থেকে কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান, কুলগাওয়ের বিভিন্ন এলাকায় একযোগে চলছে অভিযান। ৫ দিনে অন্তত ৯ জন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় বেশ কিছু প্রশ্ন তুললেন কুণাল।
রবিবার এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হোক। কিন্তু আজ টিভিতে গুটিকয় বাড়ি ভাঙা দেখিয়ে বলা হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থলে কড়া ব্যবস্থা হচ্ছে। আজব! সবকটা বাড়িই তো আমাদের দেশে। সেগুলো এতদিন ছিল কী করে? স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাব?” অর্থাৎ সন্ত্রাস দমনে কেন্দ্রের ভূমিকা কতটা ইতিবাচক, সেই প্রশ্নই তুলে দিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.