ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মাঝে স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁকে আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে শীর্ষ আদালত। তবে তার পরদিনই তাঁকে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ রয়েছে। সব ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যায় তিহাড় জেল থেকে মুক্তি পাবেন কেজরিওয়াল (Arvind Kejriwal Bail)। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আপাতত লোকসভা ভোটের প্রচার করতে পারবেন তিনি। আপ সুপ্রিমোর জামিনের খবরে খুশি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডলে তিনি এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর মতে, নির্বাচনের মাঝে কেজরিওয়ালের জামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে (Mamata Banerjee on Arvind Kejriwal)।
I am very happy to see that Shri Arvind Kejriwal has got interim bail. It will be very helpful in the context of the current elections.
Advertisement— Mamata Banerjee (@MamataOfficial)
আবগারি দুর্নীতি মামলার তদন্তে গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেপ্তার করে ইডি(ED)। সপ্তাহ দুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। গোটা আপ নেতৃত্বের অভিযোগ, নির্বাচনী প্রচার থেকে কেজরিকে আটকাতেই ইচ্ছাকৃতভাবে জেলে পাঠানো হয়েছে। সেই সওয়ালের শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা উঠলে বিচারপতিরা জানান, “নির্বাচন না চললে হয়তো কেজরিকে জামিন দেওয়ার কথা আমরা ভাবতাম না।” জেলমুক্তির পর শনিবার থেকেই কেজরিওয়াল লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে নামতে পারেন।
এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কেজরিওয়ালের সম্পর্ক বেশ ভালো। নির্বাচনী প্রচারে তো বটেই, বিজোপি বিরোধী নানা ইস্যুতে দুজনেই দুজনের পাশে থাকেন, এ অতি পরিচিত দৃশ্য। কেজরির গ্রেপ্তারি নিয়েও ফুঁসে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তাঁর জামিন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এক্স হ্যান্ডলের পোস্টে তৃণমূল সুপ্রিমোর মত, নির্বাচনী আবহে কেজরিওয়ালের এই জামিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.