ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: পুজোর আগেই বিডিও স্তরে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বিডিও এবং ডিএমডিসি-দের নিয়ে ৩৬৯ জন ডব্লিউবিসিএস রদবদলের তালিকা প্রকাশ করা হল।
প্রসঙ্গত, সোমবারই অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসক পদেও ব্যাপক রদবদল করা হয়। ১২১ জন ডাব্লুবিসিএস এবং ৩৭ জন আইএএস বদলি হয়েছেন ওইদিন। বিভিন্ন দপ্তরের ওএসডি পদে থাকা ১০জন আইএএস–কে বিভিন্ন জেলায় মহকুমা শাসক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। ফের এদিন বদল। আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে নভেম্বর মাসে। এই কাজ মূলত জেলাশাসক ও বিডিও–রাই করে থাকেন।
যেহেতু নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকরা একই পদে টানা তিন বছর বা তার বেশি থাকলে তাঁদের অন্য দায়িত্ব দেওয়াই নিয়ম, তাই এই প্রশাসনিক রদবদল বলে প্রশাসনিক সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.