সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূস্বর্গ কাশ্মীরকে চাক্ষুষ করতে বারবার পর্যটকরা ছুটে যান। প্রতিবছরই হাজার হাজার পর্যটক ভিড় করেন সেখানে। বৃহস্পতিবার নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেকথাই বললেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পহেলগাঁও কাণ্ডের জন্য আতঙ্কিত না হয়ে বাংলার পর্যটকদের আরও বেশি করে কাশ্মীরমুখী হওয়ার আহ্বান জানালেন তিনি।
ভ্রমণপ্রিয় বাঙালির কাছে কাশ্মীর বরাবরই ‘ড্রিম ডেস্টিনেশন’। প্রতিবছর বাংলা থেকে বিপুল সংখ্যক পর্যটক যান সেখানে। চলতি মরশুমেও তার অন্যথা হয়নি। প্রচুর পর্যটক কাশ্মীরমুখী হয়েছিলেন। কিন্তু এপ্রিলে পহেলগাঁও হামলার পর পর্যটকরা খানিকটা আতঙ্কে। অনেকেই যাবেন কি না, তা নিয়ে দোনামোনা করেছেন। সেই ভয়ংকর জঙ্গি হানার ২ মাস পর বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বেশ কিছুক্ষণ বৈঠক করেন তাঁরা। এরপর নবান্নের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ও ওমর।
সেখানেই বাংলা ও কাশ্মীরে সুমধুর সম্পর্কের কথা তুলে ধরেন তিনি ওমর। বলেন, “বাংলার সঙ্গে কাশ্মীরের বরাবরই অত্যন্ত ভালো সম্পর্ক।” এরপরই বাঙালি পর্যটকদের কাশ্মীরে আমন্ত্রণ জানান তিনি। বলেন, “পর্যটকরা আসুন, ভয় পাবেন না। আরও বেশি করে পর্যটক কাশ্মীরে আসুন।” ওমর আবদুল্লার পাশে দাঁড়িয়েই রাজ্যবাসীকে কাশ্মীরে যাওয়ার পরামর্শ দিলেন মমতা। বললেন, “ওঁরা নিরাপত্তা দেবে।” বাঙালি পর্যটকরা আতঙ্ক কাটিয়ে আবার আগের মতো কাশ্মীরমুখী হলে সেখানকার পর্যটন শিল্প ফের চাঙা হবে বলেই আশাবাদী ওমর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.