Advertisement
Advertisement
Mamata Banerjee

বৃহস্পতিবার প্যারেড গ্রাউন্ডে জগন্নাথ দর্শনে মুখ্যমন্ত্রী, সারবেন আরতিও

রথে দিঘায় থাকতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে।

Mamata Banerjee will be at brigade parade ground to visit jagannath dha
Published by: Paramita Paul
  • Posted:July 2, 2025 3:49 pm
  • Updated:July 2, 2025 9:05 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: থাকতে পারেননি কলকাতার ইসকনের রথযাত্রায়। দিঘায় থাকতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেয় ইসকনের জগন্নাথ দেব দর্শনে যাবেন তিনি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সারবেন আরতিও।

২৭ জুন ছিল রথযাত্রা। উদ্বোধনের পর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়ছে ভিড়। রথযাত্রার আগেই ৩০ লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। সেই মন্দিরের প্রথম রথযাত্রার আয়োজনে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই গত কয়েক বছরের রীতি ভেঙে পৌঁছে গিয়েছিলেন দিঘায়। কলকাতার ইসকনের রথযাত্রায় থাকতে পারেননি। উলটো রথের আগে ‘মাসির বাড়ি’ গিয়ে জগন্নাথ দর্শন সারবেন তিনি। 

গত ৫৪ বছর ধরে কলকাতায় মহাসমারোহে রথযাত্রা করে থাকে ইসকন। শহরের একাধিক রাস্তা ঘুরে যাত্রা সম্পন্ন হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। তবে এই প্রথমবার রথযাত্রার প্রতি মুহূর্তের আপডেট পৌঁছে দেওয়া হচ্ছে আমজনতার কাছে। কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমণ দাস জানিয়েছিলেন, একটি লিংকে ক্লিক করলেই জানা যাবে, এই মুহূর্তে কোন এলাকায় রয়েছে রথ। এছাড়া কিউ আর কোড স্ক্যান করার মাধ্যমেও রথের যাত্রাপথ জানা যাবে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement