Advertisement
Advertisement
Behala

মদের আসরে মারধর, শখের বাজারে যুবকের মৃত্যুতে গ্রেপ্তার বন্ধু ও তার বাবা

চলছে জিজ্ঞাসাবাদ।

Man and hid father arrested for friend's death in Behala

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:July 6, 2025 10:57 am
  • Updated:July 6, 2025 10:57 am  

নিরুফা খাতুন: খাস কলকাতায় তরুণ খুন! রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বেহালার শখের বাজার এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, মদের আসরে অশান্তির জেরে এক বন্ধু ও তার বাবার মারে মৃত্যু হয়েছে তরুণের। এই ঘটনায় এক যুবক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

Advertisement

মৃতের নাম বাপি অধিকারী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি-সহ চার বন্ধু রাতভর মদ্যপান করেন। রবিবার সকালে তিন বন্ধু মিলে আসরে থাকা আরেক যুবককে চড়-থাপ্পর মারে। মার খেয়ে ওই যুবক তাঁর বাবাকে ফোন করেন। তিনি এসে শখের বাজার সুপার মার্কেটের সামনেই তিন বন্ধুকে মারধর করতে শুরু করেন। স্থানীয় দোকানদার জানান, বাপিকে রাস্তায় ফেলে লাথিও মারা হয়। তিনি পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। বাপিকে টেনে এনে মারধর করা হয়।

মার খেতে খেতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পুলিশে খবর দেওয়া হয়। যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনা অভিযুক্ত যুবক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বাজারের সিসিটিভি দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement