Advertisement
Advertisement

Breaking News

Metro

এবার সব রুটেই মোবাইল অ্যাপে কাটা যাবে কিউআর টিকিট, মিলবে অতিরিক্ত ছাড়ও! ঘোষণা মেট্রোর

আগে শুধুমাত্র গ্রিন লাইন, ব্লু লাইন, এবং অরেঞ্জ লাইনেই এই পরিষেবা মিলত।

Metro QR tickets can be purchased on mobile apps on all routes
Published by: Subhankar Patra
  • Posted:August 26, 2025 7:03 pm
  • Updated:August 26, 2025 7:03 pm   

নব্যেন্দু হাজরা: পুজোর আগে যাত্রীদের জন্য ফের উপহারের ডালি নিয়ে হাজির মেট্রো! এবার থেকে সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট। পাশাপাশি, কাগজের কিউআর টিকিটও মিলবে। কলকাতা মেট্রোর ‘আমার কলকাতা মেট্রো অ্যাপ’ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আজ, মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, আগে শুধুমাত্র গ্রিন লাইন, ব্লু লাইন, এবং অরেঞ্জ লাইনেই এই পরিষেবা মিলত। এবার থেকে পার্পেল ও ইয়োলো লাইনেও মোবাইলে টিকিট বুক করা যাবে।

Advertisement

পুজোর আর বাকি একমাস। ভিড় বাড়বে শহরে। মেট্রো চড়বেন বহু দর্শনার্থী। ভিড়ও থাকে অস্বাভাবিক। টিকিট কাউন্টারগুলিতে উপচে পড়ে জনতার লাইন। এবার নতুন তিনটে লাইনের উদ্বোধনের ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আরও সহজ হয়ে গিয়েছে। ফলে ভিড় আরও বাড়বে তা বলাই বাহুল্য। তাছাড়া পুজোর আগে শহরে জামা-কাপড়ও কিনতে আসেন অনেকে। চাপ পড়ে মেট্রোয়। সেই কথা মাথায় রেখে এই পরিষেবা শুরু করল মেট্রো।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের শুরুর দিন সোমবার ২৩৪৮২ জন যাত্রী মোবাইলে কিউআর টিকিট কেটেছেন। যা গত সোমবারে প্রায় দ্বিগুণ। আগের সপ্তাহে সংখ্যাটা ছিল ১১৭৮৭। সেই কথা মাথায় রেখেই মেট্রোর এই সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহমহলের। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট লাইনের ভিড় এড়িয়ে স্টেশনে ঢোকার বেশ কিছু আগেই যাত্রীরা গন্তব্যের টিকিট কাটতে পারবেন। সময় বাঁচানোর পাশাপাশি অর্থও সাশ্রয় করতে পারবেন যাত্রী। মিলবে টিকিটের মূল্যের উপর ৫ শতাংশ ছাড়ও। সম্প্রতি নতুন লাইন খোলার পর ভিড় নিয়ন্ত্রণে রাখতে জন্য এই অ্যাপের মাধ্যমে টিকিট কেনার জন্য মেট্রো স্টেশনগুলিতে ঘন ঘন ঘোষণাও করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ