Advertisement
Advertisement
Calcutta HC

এখনই ওবিসি-এ, ওবিসি-বি শ্রেণিভাগ নয়, ‘সুপ্রিম’ রায়ের অপেক্ষা, হাই কোর্টে জানাল রাজ্য

এই মামলায় আগামী ৪ জুলাইয়ের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে, ওইদিন পরবর্তী শুনানি।

No classification of OBC-A And OBC-B in college admission, West Bengal Govt informs Calcutta HC

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 26, 2025 6:11 pm
  • Updated:June 26, 2025 6:15 pm  

গোবিন্দ রায়: ওবিসি সংরক্ষণ ইস্যুতে আদালত অবমাননা মামলায় কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছে, তা রাজ্য অক্ষরে অক্ষরে পালন করবে বলে আশা করছে উচ্চ আদালত। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর বক্তব্য, ”কলেজে ভর্তি হোক বা নিয়োগ, রাজ্য সমস্ত ক্ষেত্রেই রাজ্য কলকাতা হাই কোর্টের নির্দেশ মানবে, এটাই প্রত্যাশিত।” আগামী ৪ জুলাইয়ের মধ্যে এনিয়ে হলফনামা দিতে হবে রাজ্যকে। ওইদিনই পরবর্তী শুনানি।

সংরক্ষণ রায়ের পরই রাজ্যের কলেজগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। অনলাইন পোর্টালে ফর্মপূরণের ক্ষেত্রে ওসিবি-এ ও ওবিসি-বি শ্রেণিভাগ করে ভর্তি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ফের হাই কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এদিন সেই শুনানি চলাকালীন রাজ্য জানায়, ভর্তি সংক্রান্ত যে পোর্টাল প্রথমে খোলা হয়েছিল আদালতের নির্দেশের পরে তাতে পরিবর্তন আনা হয়েছে। এখনই ওবিসি-এ, ওবিসি-বি শ্রেণীবিন্যাসকে বিবেচনার মধ্যে আনছে না। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজ্যের সওয়ালের প্রেক্ষিতে বিচারপতির পর্যবেক্ষণ, আদালত মনে করছে যে ২০১০ সালের আগে পর্যন্ত যারা ওবিসি তালিকাভুক্ত ছিল, তাদের আবেদনও গ্রহণ করা হবে।

আসলে এই সংক্রান্ত মামলা শীর্ষ আদালতেও চলছে। ওবিসির শ্রেণিবিন্যাস নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণার পর এনিয়ে পদক্ষেপ করবে রাজ্য সরকার। আপাতত কলেজে ভর্তির ক্ষেত্রে ওবিসির কোনও শ্রেণিভাগ করছে না রাজ্য। এনিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ৪ জুলাইয়ের মধ্যে তা দিতে হবে। ওইদিন এই মামলার পরবর্তী শুনানি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement