Advertisement
Advertisement

Breaking News

Kolkata Police

CMO-র কর্তা পরিচয় দিয়ে পাঁচ কোটি টাকা তোলাবাজির চেষ্টা! গ্রেপ্তার অভিযুক্ত

ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ৭ লক্ষ নগদ টাকা।

One arrested for trying to take 5 crore in the name of CMO Kolkata police

ফাইল ছবি

Published by: Kousik Sinha
  • Posted:October 16, 2025 8:42 pm
  • Updated:October 16, 2025 8:52 pm   

অর্ণব আইচ: খোদ সিএমও’র কর্তা পরিচয় দিয়ে তোলাবাজির চেষ্টা! প্রায় পাঁচ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লালবাজার। ধৃত ব্যক্তির নাম সৌরভ চট্টোপাধ্যায়। জানা যায়, নিউটাউনের অভিজাত একটি বহুতলের বাসিন্দা তিনি। তাঁর সেই বাড়িতেই এদিন তল্লাশি চালিয়ে সাত লাখ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে প্রচুর সোনা এবং রুপোর কয়েন। তবে সৌরভের বাড়িতে কীভাবে এত নগদ টাকা এল সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। তোলাবাজি করেই এই টাকা জড়ো করা হয়েছিল? তদন্তে পুলিশ।

Advertisement

জানা যায়, ধৃত সৌরভ সম্প্রতি নিজেকে নবান্নে সিএমও’র কর্তা বলে পরিচয় দিয়ে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। ফোনে নিজেকে প্রভাবশালী দাবি করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এমনকী যে কোনও সমস্যায় পড়লে সমাধান করে দেবেন বলেও সৌরভ আশ্বাস দেন বলে অভিযোগ ওই ব্যক্তির। এর বদলে পাঁচ কোটি টাকা চাওয়া হয় বলে অভিযোগ। আর তা দিলে শুধু সমস্যা সমাধান নয়, বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেবে বলেও দাবি করেন ধৃত সৌরভ। প্রথম দিকে ওই ব্যক্তি পুরো ঘটনা বিশ্বাস করে নিলেও পরে সন্দেহের জন্ম নেয়। বারবার ওই টাকা চেয়ে ফোন যায় ওই ব্যক্তির কাছে।

এরপরেই ওই ব্যক্তি লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। গোয়েন্দারা জানতে পারেন, ওই অভিযোগকারী ছাড়াও বিভিন্ন মহলের লোকেদের সঙ্গে সে যোগাযোগ করত। এমনকী, অনেক পুলিশ আধিকারিককেও ভাল পোস্টিং দেওয়ার টোপ সে দিয়েছিল বলেও জানতে পারেন আধিকারিকরা। এরপরেও অভিযুক্তের মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যান। এর মধ্যেই আজ বৃহস্পতিবার গোয়েন্দারা সরাসরি ধৃত সৌরভের বাড়িতে পৌঁছে যান। সেখানে হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

kolkata police arrest fraud with seven lakh cash

শুধু তাই নয়, তার বাড়িতে তল্লাশি চালিয়ে গোয়েন্দা পুলিশ সোয়া সাত লাখ টাকা নগদ, ১৪টি দশ গ্রামের সোনার কয়েন, ৪০টি রুপোর কয়েন, ১৪টি দামী ঘড়ি-সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন সৌরভ। তদন্তকারীদের অনুমান, ধৃতের আরও কীর্তি আছে। সেটাই এখন জানার চেষ্টা করছেন আধিকারিকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ