সুব্রত বিশ্বাস: মুম্বইয়ে ভিড় ট্রেন থেকে পড়ে ছয় যাত্রীর মৃত্যুর পর নড়েচড়ে বসল পূর্ব রেল। সোমবার শিয়ালদহের ডিআরএম বিভিন্ন বিভাগকে নিয়ে এদিন বৈঠক করেন। ওই বৈঠকে বনগাঁ শাখার ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভিড়ের সময় অতিরিক্ত দু’জোড়া ট্রেন চলবে বলে জানা গিয়েছে। পাশাপাশি মেন লাইনেও ট্রেন বাড়ানো হতে পারে।
কিছুদিন আগে শিয়ালদহ দক্ষিণে তিন শাখায় তিনটি ট্রেন বাড়ানো হয়েছে মূলত ভিড় এড়াতে। এবার বনগাঁ শাখায় ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত পাকা হলেও অন্য শাখাগুলি খতিয়ে দেখা হচ্ছে। মূলত ভিড়ের সময় দুই ট্রেনের মাঝের সময় ব্যবধান কমানোর পাশাপাশি আর কী কী করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন ডিআরএম অপারেশন কর্তাদের সেই উপায় খুঁজে বের করার কথা বলেন। কমার্শিয়াল বিভাগের কর্তাদের টিকিট বিক্রি ও ভিড়ের সময় কাউন্টারের লাইন ও কর্মীদের অবস্থানের দিকে নজর রাখতে বলেন। সার্বিক বিষয় খতিয়ে দেখার পর অন্য শাখায়ও যদি ভিড়ের সময় ট্রেন বাড়ানো সম্ভব হয় তবে তা দেবে রেল বলে শিয়ালদহ ডিভিশন জানিয়েছে।
তবে হাওড়া ডিভিশনে কোনও ট্রেন বাড়ছে না। সেখানকার ডিআরএম সঞ্জীব কুমার জানান, “ভিড়ের সময় আমাদের ডিভিশনে ২ থেকে ৫ মিনিটের ব্যবধানে ট্রেন চলে। তাই ট্রেন বাড়ানোর প্রয়োজন হবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.