Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

দক্ষিণেশ্বরগামী মেট্রোয় ঝাঁপ! চালকের তৎপরতায় বাঁচল প্রাণ

প্রায় ৪০ মিনিট পর শুরু হয় পরিষেবা।

Passenger jumps in front of a metro at Rabindra Sadan station
Published by: Sayani Sen
  • Posted:May 29, 2025 5:21 pm
  • Updated:May 29, 2025 8:02 pm   

নব্যেন্দু হাজরা: ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। রবীন্দ্রসদন স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তবে চালকের তৎপরতায় প্রাণরক্ষা হয় তাঁর। এই ঘটনার ফলে প্রায় ৪০ মিনিট আপ এবং ডাউনে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত পরিষেবা। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

Advertisement

ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার বিকেল ৪টে ৫০ মিনিট। সেই সময় দক্ষিণেশ্বরগামী মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। তবে তড়িঘড়ি ব্রেক কষেন চালক। তার ফলে প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। খবর যায় মেট্রো কর্তৃপক্ষের কাছে। এই ঘটনার ফলে রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি চক পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। যদিও মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিকই ছিল। একে তো বৃষ্টি। তার উপর অফিস থেকে বাড়ি ফেরার তাড়া। সবমিলিয়ে বেশ খানিকটা ভোগান্তির শিকার হন যাত্রীরা। ইতিমধ্যে সাড়ে পাঁচটা নাগাদ ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তারপর ধীরে ধীরে মেট্রো চলাচল শুরু হয়। তবে পরিষেবা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যায়।  

এর আগে গত ২৬ মে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওইদিন দুপুরে ব্লু-লাইনের ডাউন স্টেশনের মাঝামাঝি এলাকায় চলমান সিঁড়ির নিচে থাকা একটি ঘর থেকে আগুন বেরতে দেখা যায়। তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রভাব পড়েনি মেট্রো চলাচলেও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ