Advertisement
Advertisement

Breaking News

Mukul Roy

কোন দলে মুকুল রায়? অবস্থান জানতে জনস্বার্থ মামলা, গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন রাজ্যের

আজ, বৃহস্পতিবার ফের মামলার শুনানি।

PIL filed to Calcutta HC to know Mukul Roy's position

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 19, 2025 9:27 am
  • Updated:June 19, 2025 9:27 am  

গোবিন্দ রায়: বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কিন্তু সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে ফের প্রশ্ন তুলল রাজ্য। প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নির্ধারণ করেছেন। বুধবার সেই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে বিচারপতি বসাক জানতে চান, মামলা ইতিমধ্যে প্রধান বিচারপতির কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাহলে কেন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে? আজ, বৃহস্পতিবার ফের মামলার শুনানি।

স্পিকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল বলেন, “মামলাটি নতুন করে শুনানির জন্য এই ডিভিশন বেঞ্চ কে নিযুক্ত করেছেন প্রধান বিচারপতি। তাই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রথমেই শুনানির প্রয়োজন। কারণ আইনসভার স্পিকারের ক্ষমতার ওপর আদালত হস্তক্ষেপ করতে পারে না।”

উল্লেখ্য,মূলত বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন মুকুল রায়। তখন মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে বিরোধী দলের একজন থাকে। স্পিকারের দাবি ছিল মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটি জনস্বার্থ মামলা মামলা হয়, তিনি কোন দলে আছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টি পুনরায় সিদ্ধান্তের জন্য পাঠিয়ে দেন বিধানসভার স্পিকারের কাছে। বিধানসভার স্পিকার তার পূর্ববর্তী নির্দেশই বহাল রাখেন। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানি শুরু হয় ডিভিশন বেঞ্চে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement