Advertisement
Advertisement

Breaking News

PM Modi In West Bengal

মোদির মঞ্চে রবনীত সিং বিট্টু, ‘মহিলা সাংসদ হেনস্তার পুরস্কার’, খোঁচা তৃণমূলের

৩ মেট্রো রুট উদ্বোধনের পর বাংলাবাসীকে শুভেচ্ছা মোদির।

PM Modi In West Bengal Live Update: Narendra Modi talks about Intruder
Published by: Sayani Sen
  • Posted:August 22, 2025 4:03 pm
  • Updated:August 22, 2025 7:50 pm   

সাড়ে ৩ মাসে তৃতীয়বার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর তিন রুটের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনের পর মেট্রো সফরেরও কথা। এরপর দমদম সেন্ট্রাল জেলের মাঠে সরকারি  অনুষ্ঠানে যোগ। প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে। 

Advertisement

সন্ধে ৭.১৫: মোদি মঞ্চে রবনীত সিং বিট্টু। ‘মহিলা সাংসদ হেনস্তার পুরস্কার’, পালটা খোঁচা তৃণমূলের।
সন্ধে ৭.১৮: মোদির বক্তব্য পুরোটাই ‘হতাশার আর্তনাদ’, দাবি তৃণমূলের।
সন্ধে ৭:
“কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না”, ‘দাগি’ মন্ত্রী-মুখ্যমন্ত্রী অপসারণ ইস্যুতে মোদিকে পালটা তোপ তৃণমূলের। 
সন্ধে ৬.৪০:
দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তোপ মোদির। তাঁর তোপ, “৫০ ঘণ্টা জেলে থাকলে সরকারি কর্মীর চাকরি চলে যায়। কিন্তু প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের পদ যাবে না কেন? বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গিয়েছে। জেলে গিয়েও পদ ছাড়তে হয় না তৃণমূলের মন্ত্রীদের। তৃণমূলের এক মন্ত্রী জেলে গিয়েছেন। তাও তিনি কুরশি ছাড়তে চাননি। তাই দুর্নীতিগ্রস্তরা এই বিলের বিরোধিতা করছেন। সংবিধানের এই অপমান আমি সহ্য করব না।” 
সন্ধে ৬.৩৩:
অনুপ্রবেশ ইস্যুতে ফের কড়া বার্তা দিয়ে মোদি বলেন, “অনুপ্রবেশকারী দেশের সবচেয়ে বড় সমস্যা। বিজেপিকে ভোট দিলে অনুপ্রবেশকারী পালাবে।” অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়ার ডাক মোদির।
সন্ধে ৬.৩০:
মোদির বক্তব্য, “বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।”
সন্ধে ৬.২৮: 
“বিজেপি ক্ষমতায় এলে বিজেপি শিল্পতালুক হবে”, দমদমের সভায় শিল্পবার্তা মোদির।
সন্ধে ৬.২৫:
“শ্যামাপ্রসাদের বাংলা বানাব”, মেরুকরণের ‘রাজনীতি’ মোদির। 
সন্ধে ৬.২০: অপারেশন সিঁদুরের ঢালাও প্রশংসা করে মোদি বলেন, “আমাদের সেনারা আতঙ্কবাদীদের এমন শিক্ষা দিয়েছে যে, পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছে। দেশের তৈরি অস্ত্র ব্যবহার হয়েছে। বাংলার সেনাদের শ্রদ্ধা।”
সন্ধে ৬.১৯:
মোদির নতুন স্লোগান, “বাঁচতে চাই, তাই বিজেপি চাই!”
সন্ধে ৬.১৮: ‘আসল পরিবর্তনে’র ডাক দিয়ে মোদির হুঙ্কার, “বাংলাজুড়ে একটাই আওয়াজ তৃণমূল হঠাও, রাজ্য বাঁচাও।”
সন্ধে ৬.১৭:
“অপরাধীরা ক্ষমতায় নয়, জেলে থাকবে”, তোপ মোদির। 
সন্ধে ৬.১৪:
মোদির দাবি, “বাংলায় মা-বোনেদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে। যতদিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে, ততদিন উন্নয়ন থমকে যাবে। তৃণমূল গেলে তবে বদল আসবে। বাংলায় আসল পরিবর্তন জরুরি।” 
সন্ধে ৬.১৩: মোদির অভিযোগ, “দিল্লি থেকে নানা প্রকল্পের টাকা বাংলায় পাঠানো হয়। তা লুট করে নেয় তৃণমূল। সেই টাকা ক্যাডার রেখেছে।”
সন্ধে ৬.১১: বাম ও কংগ্রেসকেও তোপ দাগেন মোদি। তিনি বলেন, “স্বাধীনতার পর বাংলায় বাম ও কংগ্রেস শাসন করেছে। ১৫ বছর আগে আপনারা বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমান পরিস্থিতি আরও খারাপ।”
সন্ধে ৬.০৯:
মোদির কথায়, “পশ্চিমবঙ্গ অত্যন্ত জনবহুল। বিকশিত ভারতে বাংলার উন্নয়নও প্রয়োজন।” 
সন্ধে ৬.০৬:
মোদি বলেন, “দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কুমোরটুলিতে প্রতিমা গড়ার কাজ চলছে। বড়বাজারে জোর ব্যস্ততা। এর সঙ্গে যখন উন্নয়ন জুড়ে যায়, খুশি তখন দ্বিগুণ হয়ে যায়।” 
সন্ধে ৬.০৪:
কৌশিকী অমাবস্যায় কালীচরণে প্রণাম করে বক্তব্য শুরু করলেন মোদি। মোদির মুখে ‘হনুমানজি’র নাম। দক্ষিণেশ্বর, কালীঘাট, দমদমের হনুমান মন্দিরের নাম উল্লেখ করেন।
সন্ধে ৬.০৩:
দমদমের রাজনৈতিক সভায় বাংলা ভাষায় বক্তব্য শুরু করলেন মোদি। বললেন, “বড়রা প্রণাম নেবেন। ছোটরা ভালোবাসা।”
সন্ধে ৬:
অনুপ্রবেশ ইস্য়ুতে জোরাল সওয়াল শমীক ভট্টাচার্যের।
বিকেল ৫.৪৫:
বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দু অধিকারীর।
বিকেল ৫.৪৩:
আর কিছুক্ষণ পরেই পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন মোদি।
বিকেল ৫.৪২:
মোদি বলেন, “বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে।  কলকাতার গণপরিবহণের খরচ আরও কমল। যাতায়াতের আরও সুবিধা হল। শিয়ালদহ, হাওড়ার মতো ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে মেট্রো জুড়ে গেল। তার ফলে ঘণ্টার সফর এখন কয়েক মিনিটে হয়ে যাবে। একইভাবে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া সহজ হল।”  

Modi

বিকেল ৫.৪০: মোদি বলেন, “আজ আরও একবার বাংলার উন্নয়নের গতি দেওয়ার সুযোগ পেলাম। সকলেই খুশি যে কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে। কলকাতাবাসী, বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা।’’ তিনি আরও বলেন, ‘‘কলকাতা মেট্রো আগে ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল। এখন প্রধানমন্ত্রী ৩৯ কিলোমিটার সম্প্রসারণ করেছেন। আরও ২২ কিলোমিটার সম্প্রসারণ হবে।’’
বিকেল ৫.৩৬:
দমদমের প্রশাসনিক সভায় বক্তব্য রাখছেন মোদি।

Modiবিকেল ৫.৩৩: ৫ হাজার ২০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস। 
বিকেল ৫.৩১:
হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ে, কোনা এক্সপ্রেসওয়ের ৬ লেন-সহ একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

Metroবিকেল ৫.২৪: প্রধানমন্ত্রীকে জগদ্ধাত্রী মূর্তি উপহার শান্তনু ঠাকুরের।
বিকেল ৫.২৩:
দমদমের প্রশাসনিক সভায় প্রধানমন্ত্রী।
বিকেল ৫.১৫:
সভাস্থলের পথে মোদি।
বিকেল ৪.৫৯:
নোয়াপাড়া-জয় হিন্দ পর্যন্ত মেট্রো সওয়ার মোদি। সঙ্গে ছিল কচিকাঁচারা।
বিকেল ৪.৫৮:
মেট্রো স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
modiবিকেল ৪.৪৮:
শুভেন্দু-শমীক-শান্তনুকে পাশে নিয়ে ৩ মেট্রো রুটের উদ্বোধন মোদির। ‘ব্রাত্য’ দিলীপ ঘোষ।

Modi-Metro-Inaugurationবিকেল ৪.৩৯: মেট্রো উদ্বোধনের উদ্দেশে যশোর রোড ধরে এগোচ্ছে মোদির কনভয়।
Modi-Convoyবিকেল ৪.১৫: কলকাতায় পৌঁছলেন মোদি।
বিকেল ৪.০৫:
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছলেন রাজ্যপাল। রয়েছেন মুখ্যসচিব এবং মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।
বিকেল ৩.৫৯:
দমদমে মোদির অপেক্ষায় জনতার ভিড়। 

PM Modi In West Bengal Live Update: Narendra Modi to arrives in Kolkata
দমদমে মোদির অপেক্ষায় উৎসুক জনতা। ছবি: শুভাশিস রায়

বিকেল ৩.৫৮: আর কিছুক্ষণের মধ্যেই বাংলায় পৌঁছবেন মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ