Advertisement
Advertisement

Breaking News

R G Kar Case

ওঁদের কথার সারবত্তা নেই! আর জি করের চিকিৎসকের বাবা-মাকে তুলোধনা অভয়া মঞ্চেরই

অভয়া মঞ্চের তরফে এদিন সাংবাদিক সম্মেলন করা হয়।

R G Kar's doctor's parents were attacked by Abhaya Mancha
Published by: Suhrid Das
  • Posted:September 1, 2025 9:13 pm
  • Updated:September 1, 2025 9:40 pm   

স্টাফ রিপোর্টার: আর জি করের ধর্ষিত, মৃত তরুণী চিকিৎসকের মা-বাবাকে প্রবল তিরস্কার করে তাঁদের সাম্প্রতিক অবস্থানের কড়া সমালোচনা করল অভয়া মঞ্চ। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে অভয়া মঞ্চের তরফে মণীষা আদক ‘‘অভয়ার মা-বাবার কথার কোনও সারবত্তা নেই”, এমন মন্তব্য করেন। সপ্তাহখানেক আগেই ওই তরুণী চিকিৎসকের মা-বাবা অভিযোগ করেছিলেন, “অভয়া মঞ্চ সিপিএম পরিচালনা করে। আমরা সিপিএম পার্টি অফিস গিয়েছিলাম। সেই পার্টি অফিস থেকে সিপিএম নেতারা আমাদের বলেছেন, অভয়া মঞ্চের আন্দোলন আমরা পরিচালনা করি।”

Advertisement

সোমবার ফের একবার এই অভিযোগকে নস‌্যাৎ করেছে অভয়া মঞ্চের তরফে ডা. কৌশিক চাকী, ডা. উৎপল বন্দ্যোপাধ‌্যায়, ডা. পূণ‌্যব্রত গুণ, ডা. অর্জুন দাশগুপ্ত একযোগে জানিয়েছেন, “অভয়া মঞ্চ কীভাবে চলে সেটা মঞ্চের প্রত্যেকেই জানেন। বিভিন্ন দল-মতের প্রচুর মানুষ অভয়া মঞ্চে রয়েছেন।” তবে কি অভয়ার বাবা-মায়ের এমন অভিযোগ স্রেফ কথার কথা? ডা. পূণ‌্যব্রত গুণ জানিয়েছেন, কোনও রাগের মুহূর্তে এমন মন্তব‌্য হয়তো করে ফেলেছিলেন অভয়ার মা-বাবা। আসলে তাঁরা এমনটা বলতে চাননি।

যদিও ডা. গুণের ব্যাখ্যা মানতে নারাজ নাগরিক সমাজ বলছে, অভয়ার মা-বাবা আদৌ ভুল বলেননি। পিঠ বাঁচাতে এসব যুক্তি দিচ্ছে অভয়া মঞ্চ। এদিন অভয়া মঞ্চের সদস‌্য ডা. গুণ যুক্তি দেন, “যখন আমরা মঞ্চ তৈরি করেছিলাম, তখন এটাই মাথায় রাখা হয়েছিল যে এই  মঞ্চের সদস‌্যরা যে কোনও রাজনৈতিক দলের সদস‌্য হতে পারেন। কিন্তু কোনও রাজনৈতিক দল এই অভয়া মঞ্চ পরিচালনা করে না।”

এদিকে সোমবার ফের একবার সিবিআই তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেন চিকিৎসকদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল‌্যাটফর্ম অফ ডক্টরস। অথচ আর জি কর কাণ্ডের সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল এরাই। সোমবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন ওঠে, অভয়া মঞ্চের পুলিশের ওপর আস্থা নেই। সিবিআইয়ের ভূমিকাতেও সন্তুষ্টি নেই। তাহলে তদন্ত করবে কে? এই প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি চিকিৎসকরা। এদিকে এরই মধ্যে মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির জন‌্য ডা. সুবর্ণ গোস্বামী, ডা. মানস গুমটা, ডা. পরিচয় পাণ্ডা, ডা. দেবাশিস হালদারকে ডেকে পাঠিয়েছে বউবাজার থানা। এর প্রতিবাদে কলকাতার পুলিশ কমিশনারকে মেইল করেছে জয়েন্ট প্ল‌্যাটফর্ম অফ ডক্টরস। তাঁদের তরফে চিকিৎসকরা জানিয়েছেন, বিচার চেয়ে প্রতিবাদ মিছিল হয়েছিল। চিকিৎসকদের থানায় ডেকে হেনস্তা করা হচ্ছে। অবিলম্বে সমস্ত অভিযোগ প্রত‌্যাহার করতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ