সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার সংবাদ শিরোনামে সোনারপুর। মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় ওই নির্যাতিতাকে। হাসপাতালে গেলে কার্যত মুখ ফিরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
[গুরুংদের ‘দুর্নীতির হাঁড়ি’ হাটে ভাঙার হুঁশিয়ারি বিনয় তামাংয়ের]
হাসপাতালে সারারাত পড়ে থেকেও চিকিৎসা পেলেন না নির্যাতিতা। টানা ৮ ঘণ্টা বসে রইলেন বাইরেই। এমনই অভিযোগ উঠেছে বাঙুর হাসপাতালের বিরুদ্ধে। শনিবার রাতে সোনারপুর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন ওই মহিলা। তাঁকে বেধড়ক মারধরও করে অভিযুক্ত। পুলিশের দ্বারস্থ হলে, তাঁকে মেরে ফেলা হবে, এমন হুমকিও দেওয়া হয়। অভিযোগ, বিষয়টি শালিশি সভায় মিটিয়ে নেওয়ার কথা বলেন স্থানীয় তৃণমূল নেতারা।
[খুচরোয় নাকাল ভিক্ষুক একাই ডাকলেন ৪৮ ঘণ্টার বাংলা বনধ!]
তবে সেই পরামর্শ না শুনেই, থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তবে পুলিশও সেভাবে পদক্ষেপ করেনি বলে অভিযোগ তাঁর। এরপর হাসপাতালে গেলে, সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি বলে খবর। রবিবার পরিস্থিতি আরও খারাপ হয় তাঁর। একরকম বাধ্য হয়েই তাঁকে ভর্তি নেয় বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে, পুলিশ থেকে কোনও অনুমতি ছাড়া তাঁকে ভর্তি করা হবে না বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.