সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পৃথিবীতে তেল বা কয়লার মতো শক্তির ভাণ্ডার যে অনিঃশেষ নয়, তা সকলেরই জানা। এই পরিস্থিতিতে বাণিজ্য ও শিল্পে নয়া দিশা দেখাতে পারে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার। অ্যামপিন এনার্জি ট্রানজিশন ও দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক যৌথ বৈঠকে উঠে এল এমনই প্রসঙ্গ।
এফআইসিসিআইয়ের সিইও কাউন্সিলের সিনিয়র সদস্য ও অ্যামপিন এনার্জি ট্রানজিশনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পিনাকী ভট্টাচার্য জানান, ”পুনর্নবীকরণযোগ্য শক্তির খরচ যত কমছে ততই তার অনিবার্যতা প্রকট হচ্ছে। পূর্বাঞ্চলের শিল্পের ক্ষেত্রে এর ব্যবহারে ২০ থেকে ৩০ শতাংশ সাশ্রয় হবে।”
এদিনের আলোচনায় উঠে আসে, গোটা বিশ্বের তুলনায় ভারতে এই শক্তির ব্যবহার নিশ্চিত ভাবেই উল্লেখযোগ্য হয়ে উঠেছে। প্রতি বছর এর ব্যবহার ৬ থেকে ৭ শতাংশ বাড়ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.