Advertisement
Advertisement

Breaking News

Debashish Halder

‘অন্যায়ভাবে’ মালদহে বদলি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি আর জি কর আন্দোলনের মুখ দেবাশিসের

কী বলছেন দেবাশিস?

RG Kar protest leader Debashish Halder transferred to Maldah
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 27, 2025 12:36 pm
  • Updated:May 27, 2025 2:28 pm   

রমেন দাস: আর জি কর আন্দোলনের অন্যতম মুখদের একজন চিকিৎসক দেবাশিস হালদার (Debashish Halder)। অভয়া কাণ্ডের বিচার চেয়ে প্রথমদিন থেকে পথে তিনি। তার জেরেই অন্যায়ভাবে তাঁকে মালদহের গাজোলের হাসপাতালে বদলি করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। গোটা ঘটনায় ক্ষুব্ধ দেবাশিস। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

বিষয়টা ঠিক কী? বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার দেবাশিস হালদার (Debashish Halder)। গত ২৭  ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে কাউন্সেলিংয়ের মাধ্যমে হাওড়া জেলা হাসপাতালে আনাস্থেশিয়া বিভাগে অ্যালোট করা হয় ডাঃ দেবাশিস হালদারকে। কিন্তু পরবর্তীতে ফাইনাল লিস্ট প্রকাশিত হলে দেখা যায়, বাকি কারও কোনও পরিবর্তন হয়নি। শুধুমাত্র দেবাশিসকে হাওড়ার পরিবর্তে দেওয়া হয়েছে মালদহের গাজোলের হাসপাতালে। তা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন চিকিৎসক ও ওয়েস্ট বেঙ্গল ডক্টর্‌স ফ্রন্ট। 

এবিষয়ে যোগাযোগ করা হলে দেবাশিস বলেন, “আমাকে হাওড়ার হাসপাতালে অ্যালোট করা হয়েছিল। আমার নাম উপরের দিকেই ছিল। পরে দেখলাম সব ঠিক আছে, শুধু আমার নামের পাশে লেখা গাজোল। অনেক ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা হয়। আজ স্বাস্থ্য ভবন যাব, সেখানেই উত্তর পাব আশা করি।” যদিও প্রতিহিংসার তত্ত্বের কথাও শোনা গেছে চিকিৎসকের গলায়। তিনি আরও বলেন, “যদি দেখা যায়, ভুল করে নয়, ইচ্ছে করেই আমাকে গাজোলে পোস্টিং দেওয়া হয়েছে, তাহলে স্পষ্টই হবে যে এটা প্রতিহিংসা ছাড়া কিছু নয়।” সেক্ষেত্রে প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে স্বাস্থ্যভবনে কথা বলার পরই যাবতীয় সিদ্ধান্ত নেবেন দেবাশিস। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ