সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ আদৌ সফল কিনা, তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। তারই মাঝে এই অনুষ্ঠানের সফলতা নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য সুকান্ত মজুমদারের। কার্যত স্বামী বিবেকানন্দকেই অপমান করে বসলেন তিনি। নাম না করলেও তাঁকেই ‘বামপন্থী প্রোডাক্ট’ বললেন বিজেপি রাজ্য সভাপতি। সুকান্তকে পালটা জবাব দিল ঘাসফুল শিবির।
রবিবার ব্রিগেডে ‘লক্ষ কন্ঠ গীতাপাঠ’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক। এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেলড হয়েছিল, বামপন্থীদের দ্বারা। এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ংকরী। গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট। এখন বাংলা সঠিক পথে যাবে। আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া।”
After denigrating Kaviguru Rabindranath Tagore, Netaji Subhash Chandra Bose, Ishwar Chandra Vidyasagar and Rashbehari Bose, now shows the audacity to demean Swami Vivekananda.
By dismissing those who value sports like football over religious scriptures as “leftist…
— All India Trinamool Congress (@AITCofficial)
সুকান্তর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়েছে। কারণ, ‘গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের নিকটবর্তী হইবে’- একথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তাই নাম না করে বললেও স্বামী বিবেকানন্দকেই যে অপমান করে বসেছেন সুকান্ত, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সুকান্ত একজন অধ্যাপক হয়েও কীভাবে এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করে বসলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূলের তরফে সুকান্তর বক্তব্য X হ্যান্ডলে শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন নেতা-নেত্রীরা। যদিও এই বিতর্ক প্রসঙ্গে এখনও মুখ খোলেননি গেরুয়া শিবিরের কেউই।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.