ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জটিলতার মাঝেই প্রকাশিত হয়েছে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমদিনেই ১০ হাজারের বেশি চাকরি চাকরিহারা আবেদন করেছেন। তবে একটা বড় অংশ এখনও পরীক্ষা না দেওয়ার দাবিতে অনড়। বুধবার বিধানসভায় গেলেন সেই ‘যোগ্য’ চাকরিহারাদের ২ প্রতিনিধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও চিফ হুইপ নির্মল ঘোষকে চিঠি দেন চাকরিহারারা। যদিও বিষয়টা বিচারাধীন হওয়ায় এবিষয়ে কোনও মন্তব্য করেননি কেউ।
নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক কলমের আঁচড়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। হাজারও টানাপোড়েনের পর সিদ্ধান্ত হয় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে আর পরীক্ষা দিতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারারা। বিকাশ ভবনে টানা অবস্থান চলছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন যে, সুপ্রিম নির্দেশ মেনে পরীক্ষায় বসতেই হবে। সেই মতো ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। শিক্ষাদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, প্রথম দিনেই ১০ হাজারের বেশি চাকরিহারা আবেদন করেছেন। কিন্তু বহু চাকরিহারা এখনও পরীক্ষা না দেওয়ার দাবিতেই অনড়। দীর্ঘদিন পর পরীক্ষায় বসে আদৌ সফলতা পাওয়া সম্ভব? তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ।
বুধবার এই ইস্যুতেই বিধানসভায় গেলেন সুমন বিশ্বাস-সহ ‘যোগ্য’ চাকরিহারাদের দুই প্রতিনিধি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চেয়ে স্পিকার ও চিফ হুইপকে চিঠি দেন তাঁরা। দীর্ঘক্ষণ নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করেন। অধিবেশনে যাতে এই ইস্যু তোলা হয় সেই আর্জিও জানান চাকরিহারার। সূত্রের খবর, এদিনের দীর্ঘ আলোচনায় খুশি চাকরিহারারা। এদিকে ইতিমধ্যেই তাঁদের দেওয়া চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.