Advertisement
Advertisement
Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী সম্পর্কে মিথ্যাচার! শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিচ্ছে শাসক দল

বুধবার এনিয়ে বিধানসভার রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্পিকার।

TMC will bring privilege notice against Suvendu Adhikari

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 10, 2025 7:39 pm
  • Updated:June 10, 2025 7:57 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে শাসক দল। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মিথ্যাচার করেছেন তিনি। বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন। এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে ৮ বার প্রিভিলেজ মোশন আনা হল। আগামিকাল, বুধবার এনিয়ে বিধানসভার রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ নিরীহ মানুষের প্রাণহানি, তার পরবর্তী সময়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের ডেরা ভেঙে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত। তাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভায় মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে সেনাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। তাঁর সেই বক্তব্য নিয়ে শুভেন্দু বিভ্রান্তি ছড়িয়েছেন বলে অভিযোগ। 

বিধানসভা থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলে বসেন, “পাকিস্তানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। শাহবাজ শরিফও পাকিস্তানের এত প্রশংসা করেন না। পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গিয়েছেন। আপনি নরেন্দ্র মোদি, অমিত শাহকে ছোট করছেন।” তাঁর এহেন বিবৃতির পরই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন। যার প্রেক্ষিতে আগামিকাল ব্যবস্থা নেওয়া হবে ববে জানিয়েছেন স্পিকার।

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমি অধ্যক্ষ হিসাবে প্রস্তাব এনেছিলাম। শুভেন্দু অধিকারী বলছেন সিএম পাকিস্তানের সুরে কথা বলছেন। আমি আহত হলাম। বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে। এটা নিয়ে প্রিভিলেজ জমা পড়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামিকাল বিধানসভার প্রশ্নোত্তর পর্বের পর রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর আরও সংযোজন, “মুখ্যমন্ত্রী কোথাও পাকিস্তানের স্বপক্ষে কথা বলেননি। এটা বিধানসভার বিষয়, মাঠে ঘাটের বিষয় নয়। আলোচনা অন রেকর্ড। রেকর্ড সব হয়েছে। ওঁর (শুভেন্দু অধিকারী) এমন বিবৃতি দেওয়া উচিত হয়নি।” এনিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে আটবার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement