ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বয়কট করলেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য রাজন্যা হালদার। যাদবপুর থেকে বিএড করেছেন তিনি। তাঁর কথায়, র্যাগিংয়ের শিকার হয়ে ছাত্রমৃত্যুর তদন্ত এখনও হয়নি। অন্যদিকে আচার্যের নির্দেশে অনিশ্চিত হয়ে পড়েছিল সমাবর্তন অনুষ্ঠানটাই। এই দুই ঘটনার প্রতিবাদে সমাবর্তনে তিনি যাননি। নিলেন না ডিগ্রিও।
রাজন্যার কথায়, “আমি সমাবর্তন বিরোধী নই। বরাবরই চাই সমাবর্তন হোক। যাঁরা সমাবর্তনে যোগ দিয়েছেন, সকলকে শুভেচ্ছা। তবে আমার সমাবর্তনে যোগ না দেওয়ার কারণই হল, এত মাস পরও যাদবপুরের হস্টেলে ছাত্রমৃত্যুর তদন্তের কোনও দিশা পেলাম না। এটা গাফিলতি।”
কর্তৃপক্ষের গাফিলতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “কমিটিতে কোন সংগঠনের অধ্যাপকরা আছেন আমরা জানি। কোন দলের তাও আমরা জানি। আমার মনে হয় এই গাফিলতির প্রতিবাদ হওয়া উচিত। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটির মেয়ে। উনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড পর্যন্ত ত্যাগ করেছিলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। উনি নেতাজির জন্মজয়ন্তীতে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠায় মঞ্চ ত্যাগ করেছিলেন। প্রতিবাদে, বিক্ষোভে, বিপ্লবে থাকা উচিত বলেই আমি মনে করি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.