Advertisement
Advertisement

Breaking News

Vidyasagar Bridge

নির্দিষ্ট সময়ের পরও খুলল না বিদ্যাসাগর সেতু, বাড়ছে যানজট

১১ তারিখ ভোর পাঁচটা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকার কথা জানিয়েছিল প্রশাসন।

Vidyasagar Bridge not yet opened, traffic congestion increasing in kolkata
Published by: Subhankar Patra
  • Posted:October 11, 2025 9:30 am
  • Updated:October 11, 2025 3:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্কারের জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। এখনও তা খোলেনি। তার জেরে বাড়ছে যানজট। ব্রিজের মুখে দাঁড়িয়ে একাধিক গাড়ি। অফিস টাইমে দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা।

Advertisement

বিদ্যাসাগর সেতুতে চলছে কেবল লাইনের কাজ। তার জেরে শনিবার সকাল ৯টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে বলে জানায় প্রশাসন। এদিন সকাল ৯টার পর থেকে গাড়ি নিয়ে  আসতে শুরু করেন যাত্রীরা। কিন্তু তখনও তা খোলা হয়নি। লম্বা লাইন পড়ে যায় ব্রিজের মুখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।     

উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সপ্তাহান্ত অর্থাৎ ১১ ও ১২ অক্টোবর আংশিক সময়ের জন্য দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে।  শনি ও রবিবার সকাল এবং বিকেলের বেশ খানিকটা সময় এই সেতুতে যানবাহন চলবে না। সেই  বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার অর্থাৎ ১১ তারিখ ভোর পাঁচটা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। আর রবিবার, ১২ অক্টোবর দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও যান চলবে না এই সেতু দিয়ে। তবে ঘুরপথে চলবে যানবাহন। এই সময় কোন পথ দিয়ে গাড়ি চলবে তা জানিয়েছে পুলিশ।

একনজরে দেখে নিন কোনদিকে গাড়ি কোন ঘুরপথে চলবে – 

  • এজেসি বোস রোড থেকে জিরাটমুখী পশ্চিমগামী গাড়িগুলি বিদ্যাসাগর সেতু এড়িয়ে টার্ফ ভিউ রোড, হেস্টিংস ক্রসিং, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতু থেকে ডানদিক হয়ে ঘুরবে।
  • কেপি রোড হয়ে আসা পশ্চিমমুখী গাড়ি ১১ নং ফারলং গেট রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুতে উঠবে।
  • খিদিরপুর থেকে আসা পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতু দিয়ে আসবে।
  • এছাড়া ওয়াই পয়েন্টের ঘোড়া পাস দিয়েও গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে, যা কেপি রোড, রেড রোড হয়ে হাওড়ার দিকে যেতে পারবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ