Advertisement
Advertisement
WB Weather Update

২৪ ঘণ্টায় বিদায় নেবে বর্ষা! পশ্চিমের জেলায় কমবে তাপমাত্রা, সপ্তাহান্তে হাওয়া বদল?

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

WB Weather Update: Monsoon to end in 24 hours, Temperatures to drop in western districts
Published by: Subhankar Patra
  • Posted:October 16, 2025 9:36 am
  • Updated:October 16, 2025 5:35 pm   

নব্যেন্দু হাজরা: আগামী ২৪ ঘণ্টায় দেশ থেকে বিদায় নেবে বর্ষা! প্রবেশ করবে পূর্বালী বাতাস। এমনটাই অনুমান আবহবিদদের। শুক্রবার পর্যন্ত বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বৃষ্টির আশঙ্কা ছয় জেলায়। তবে তা হালকা। সোমবার থেকে ফের পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার থেকে উপকূলে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। একইভাবে রবিবারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। দক্ষিণ-পশ্চিম বাতাসের প্রভাব কমবে। খুব সকালে সামান্য ধোঁয়াশা বা কুয়াশা দেখা যাবে। এখনই দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তনের ইঙ্গিত নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি।

উত্তরবঙ্গেও আজ বৃহস্পতিবার ও কাল পরিষ্কার আকাশ। শনিবারে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।শুধু বৃষ্টি নয়, আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনাও বাড়বে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ