Advertisement
Advertisement
BJP

রাজ্য সভাপতির আসনে সুকান্ত, অগ্নিমিত্রা নাকি শমীক? তিন নামের জটে বঙ্গ বিজেপি

আপাতত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দিল্লির।

Who will be the next state president of BJP in Bengal
Published by: Suhrid Das
  • Posted:June 25, 2025 9:10 am
  • Updated:June 25, 2025 9:17 am  

স্টাফ রিপোর্টার: বিজেপির রাজ‌্য সভাপতির নাম কবে ঘোষণা হবে? তা নিয়ে প্রতিনিয়ত চর্চা চলছে বঙ্গের গেরুয়া শিবিরে। বর্তমান রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার যদি না থাকেন তাহলে নতুন কে হবেন? তা নিয়ে এখনও চূডা়ন্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দিল্লি। কারণ, বঙ্গ বিজেপির সভাপতি পদে নতুন কাউকে আনা হলে তিন নামের জটেই আপাতত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দিল্লির। এমনটাই সূত্রের খবর।

যদি বঙ্গ বিজেপির দায়িত্বে নতুন কাউকে আনতে হয়, তাহলে দিল্লির কাছে দলের অন‌্যতম সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুপারিশ করেছেন বর্তমান রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার। অন‌্যদিকে, দলের আরেক রাজ‌্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে রাজ‌্য সভাপতি পদে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অগ্নিমিত্রার নামও সুপারিশ হিসাবে দিল্লির নেতাদের কাছে গিয়েছে। আর পরবর্তী রাজ‌্য সভাপতি হিসাবে আরএসএসের পছন্দ রাজ‌্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। এবং রাজ‌্য বিজেপির পুরনোদের একটা বড় অংশই শমীকের পক্ষে সায় দিয়েছে। ফলে শমীকই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন।

পদ্ম শিবির সূত্রে খবর, এই তিনটি নামের সুপারিশ নিয়ে পর্যালোচনা করছেন অমিত শাহ থেকে জেপি নাড্ডারা। বাংলার ক্ষেত্রে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারই কি সভাপতি পদে থাকবেন, নাকি বদল হবে? কেন্দ্রীয় বিজেপির একাংশ এখনও চাইছেন ছাব্বিশের ভোটের আগে সুকান্তকে না সরাতে। এই প্রশ্নের সমাধান হয়ে গেলে বাকি বিষয়টা চূড়ান্ত করে ফেলবে দিল্লি। রাজ্যের দুই সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ও অগ্নিমিত্রা পালের নাম নতুন রাজ‌্য সভাপতি হিসাবে ঘোরাফেরা করলেও সংঘ-ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যই এই মুহূর্তে এগিয়ে আছেন। বিজেপি সূত্রের খবর, পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন, তা চূড়ান্ত হয়ে গেলেই এই রাজ্যের সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হবে। যেহেতু সর্বভারতীয় সভাপতির নাম নিয়ে জটিলতা কাটছে না। তাই বড় বিতর্ক এড়াতেই আপাতত স্থগিত রাখা হয়েছে রাজ্য সভাপতির নাম ঘোষণা। তবে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্তই থাকবেন নাকি বদল হবে তা জুন মাসের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে পারে দিল্লি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement