সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডপর্বে আমজন, ফ্লিপকার্টের মতো অনলাইন বিপণন সংস্থাগুলির রমরমা বেড়েছিল। যদিও পরবর্তী সময় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়। এবার ২০২৫ সালে বিশ্বজুড়ে ১৪ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল বহুজাতিক সংস্থা আমাজন। রিপোর্ট অনুযায়ী, বার্ষিক ২১০ কোটি থেকে ৩৬০ কোটি ডলার সাশ্রয় করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এযাত্রায় ছাঁটাই করা হবে ম্যানেজারপদে কর্মরতদের। বর্তমানে অ্যামাজ়নে ম্যানেজারপদে কর্মরত রয়েছেন ১০৫৭৭০ জন। ১৪ হাজার কর্মীকে বাস্তবেই ছাঁটাই করলে সেই সংখ্যা কমে দাঁড়াবে ৯১৯৩৬ জনে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার সিইও অ্যান্ডি জ্যাসির। আপাতত ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও ২০২৫ সালেই নতুন করে ১৫ শতাংশ কর্মী বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানা গিয়েছে।
সংবাদমাধ্যম ‘বিজ়নেস ইনসাইডার’-এর প্রতিবেদন অনুযায়ী আমাজনে কর্মী ছাঁটাইয়ের সঠিক সংখ্যা ১৩,৮৩৪। সংস্থার তরফে দাবি করা হয়েছে, অদক্ষ তথা অযোগ্য কর্মীদেরই চাকরি থেকে বাদ দেওয়া হবে। উল্লেখ্য, কোভিড পর্বে ২০২১ সালের শেষ নাগাদ আমাজনের কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষে। যদিও ২০২২ এবং ২০২৩ সালে মোট ২৭,০০০ কর্মীকে ছাঁটাই করে সংস্থাটি। এবার এক লপ্তে ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.