সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই এক ‘সুন্দর অধ্যায়’ রচনা করেছেন গুগল সিইও ভারতীয় বংশোদ্ভূত সুন্দররাজন পিচাই। এবার সেই পথে হেঁটেই টুইটারের চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও পদে বসতে চলেছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল।
Deep gratitude for and our entire team, and so much excitement for the future. Here’s the note I sent to the company. Thank you all for your trust and support 💙
Advertisement— Parag Agrawal (@paraga)
সোমবার এক বিবৃতিতে সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে ডর্সি লেখেন, “১৬ বছর ধরে আমাদের সংস্থায় বিভিন্ন দায়িত্ব পালনের পর আমার বিদায নেওযার সময় এসে গিয়েছে। পরাগ (পারগ আগরওয়াল) হচ্ছেন আমাদের সিইও। প্রতিষ্ঠাতাদের ছাড়াই সংস্থা এগিয়ে যেতে পারে বলে আমই মনে করি। তাই সিইও পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” অন্যদিকে, নয়া দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পরাগ। তিনি বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি।’
২০১১ সাল থেকেই টুইটারের সঙ্গে জড়িত আইআইটি বম্বের প্রাক্তনী। ২০১৭ সালে মাইক্র-ব্লগিং সাইট টুইটারের চিফ টেকনোলজি অফিসার পদে বসেন পরাগ। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী বলে পরিচিত ছিলেন তিনি। মুম্বইয়ের স্কুলে পড়াশোনা করেছেন পরাগ। আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে করেছেন বি.টেক। তারপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডক্টরেট করেছেন।
২০০৬ সালের জুনে মাইক্রোসফ্টে যোগ দেন তিনি। তবে বেশিদিন সেই চাকরি করেননি তিনি। পরের বছর জুনে যোগ দিয়েছিলেন ইয়াহুতে। ১৬ মাস সেখানে কাটিয়ে মাইক্রোসফ্টে ফিরে আসেন তিনি। সেখানে চার মাস কাজ করে এটি অ্যান্ড টি ল্যাবে যোগদান করছিলেন। সেখানেও চার মাস কাজ করেছিলেন। তারপর ২০১১ সালের অক্টোবরে যোগ দেন টুইটারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.