Advertisement
Advertisement

Breaking News

যৌনতায় ভাটা? জেনে নিন ঠিক কোন কারণে শরীরী খেলায় মন সায় দেয় না পুরুষের

একসময় সম্পর্কে দূরত্ব বৃদ্ধিও অস্বাভাবিক কিছুই নয়।

Relationshio News: Why your partner might stop taking initiative in bedroom
Published by: Sayani Sen
  • Posted:October 8, 2025 11:38 pm
  • Updated:October 8, 2025 11:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দরজা, জানলা বন্ধ। ঘরে স্বামী-স্ত্রী দু’জন। এক বিছানাতেও হয়তো ঘুমাচ্ছেন। তবে স্ত্রীর কাছে আসার এতটুকু ইচ্ছা নেই স্বামীর। স্ত্রী কাছে যাওয়া কিংবা শরীরী খেলায় মেতে উঠতে চাইলেও, তা একেবারে নাপসন্দ স্বামীর। দিনের পর দিন যৌনতায় ভাটা। তার ফলে একসময় সম্পর্কে দূরত্ব বৃদ্ধিও অস্বাভাবিক কিছুই নয়। তবে এই পরিস্থিতিতে মনের মানুষের পাশ থেকে সরে যাবেন না। বরং জেনে নেওয়া যাক কেন শরীরী খেলায় অনীহা হয় বহু পুরুষের।

Advertisement

* কাজের চাপ, ব্যস্ততা, শারীরিক ক্লান্তি ফলে অবসাদের জন্ম। আর তার ফলে এনার্জির অভাব। সবমিলিয়ে উদ্দাম যৌনতায় মেতে ওঠার তাগিদ পান না বহু পুরুষ।
* হরমোনের তারতম্য, উদ্বেগের মতো সমস্যা থাকলেও অনেক সময় যৌনতার রাজি হন না পুরুষরা।
* বহু সম্পর্ক উপর থেকে সুন্দর হলেও, ভিতরে সম্পূর্ণ আলাদা। মনের অমিলে অশান্তি নিত্যদিনের সঙ্গী। মানসিক দূরত্ব একবার তৈরি হলে, তাঁর সঙ্গে আর শারীরিক সম্পর্কে মন চায় না কারও।
* কোনও কোনও পুরুষ আবার ভাবেন, তাঁর বিপরীত মানুষটিকে তিনি যৌনসুখ দিতে পারেন না। এই ভাবনার ফলে আত্মবিশ্বাস ধাক্কা খায়। তার ফলে শারীরিক সম্পর্কে আর মেতে ওঠা হয় না।
* কেউ কেউ আবার রোজকার যৌন সম্পর্কে কোনও রোমাঞ্চের স্বাদ পান না। তাঁরা চান নিত্যনতুন পন্থায় শরীরী খেলায় মেতে উঠতে। এই ধরনের পুরুষরাও যৌনতায় মাততে চান না অনেকসময়।
* অনেকের কাছে যৌনতায় বড়ই একঘেয়ে। তাই তাঁরা বিছানায় উষ্ণতা খুঁজতে চান না। ফলে বিপরীত মানুষটির সঙ্গে আর যৌনতায় মেতে ওঠা হয় না। ফলে সম্পর্কে তৈরি হয় দূরত্ব।

আপনি যৌনতায় মাতছেন না বলে উলটো দিকের মানুষটি কষ্ট পাচ্ছেন কিনা, সেদিকে খেয়াল রাখুন। নইলে আপনার দাম্পত্য সম্পর্কে ফাটল তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মনে রাখবেন, সম্পর্ক তৈরি হতে সময় লেগে যায় অনেকটা। কিন্তু সম্পর্ক ভাঙে এক মুহূর্তে। তাই সম্পর্কের প্রতি যত্নবান হোন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ