Advertisement
Advertisement
Amazon

জলের দরে ফলের রস! মধ্যরাতে শুরু হচ্ছে আমাজন গ্রেট সামার সেল

স্মার্টফোন থেকে ইলেকট্রনিক্স, ছাড় মিলবে নানা ক্ষেত্রে।

Amazon Great Summer 2025 starts May 1
Published by: Biswadip Dey
  • Posted:April 30, 2025 5:25 pm
  • Updated:April 30, 2025 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মোবাইল ফোন কিনবেন ভাবছেন? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে আমাজন গ্রেট সামার সেল। স্বল্প সময়ের অফারে মিলবে দারুণ সব ছাড়। তবে আমাজন প্রাইমের সদস্য হলেই রাত বারোটা থেকে এই সুযোগ পাবেন। বাকিরা সুযোগ পাবেন বৃহস্পতিবার বেলা বারোটা থেকে।

কোন কোন পণ্যে মিলবে ছাড়? জানা যাচ্ছে, স্মার্টফোন, ইলেকট্রনিক্স, ফ্যাশন থেকে মুদিমাল- সবক্ষেত্রেই প্রযোজ্য হবে এই সেল। স্যামসাং, অ্যাপল, শায়োমি, এইচপি, এলজি, প্রেস্টিজ, বোল্টের মতো সংস্থার স্মার্টফোন মিলবে বেশ কম দামে। এর মধ্যে অন্যতম স্যামসাং গ্যালাক্সি এস২৪ (শুরু ৮৪ হাজার ৯৯৯ টাকা থেকে), আইফোন ১৫ (৫৭ হাজার ৭৪৯ টাকা), ওয়ান প্লাস ১৩আর (৩৯ হাজার ৯৯৯ টাকা) ইত্যাদি। কেবল ফোন নয়, মোবাইল অ্যাক্সেসরিজ মিলবে ৯৯ টাকা থেকে। সর্বোচ্চ ছাড় মিলবে ৮০ শতাংশ। স্যামসাং, সোনি, টিসিএলের ৪কে মডেলের টিভি মিলবে ৬৫ শতাংশ ছাড়ে। এছাড়াও অন্যান্য পণ্যেও ছাড় মিলবে।

এখানেই শেষ নয়। আপনার কাছে যদি এইচডিএফসি ক্রেডিট কার্ড থাকে তাহলে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় এবং আকর্ষণীয় ইএমআই-এর সুযোগ। আমাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে আনলিমিটেড ক্যাশব্যাকের অফার। আমাজন পে ওয়ালেট থাকলে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। প্রতি বছরই আমাজনের নানা সেল ঘিরে আগ্রহ তুঙ্গে থাকে। ক্রেতারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই সেলের জন্য। ঠিকভাবে নজরে রাখলে মিলবে দুরন্ত সব অফার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement