সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত বৃষ্টির ধাক্কায় তাপমাত্রা অনেকটাই সহনীয়। কিন্তু ভুললে চলবে এটা ভরা গ্রীষ্মকাল। শিগগিরি ফের চড়বে পারদ। হাঁসফাঁস করা গরমে ঘরে-বাইরে ত্রাহি ত্রাহি রব তুলবেন সকলেই। এই পরিস্থিতিতে স্বস্তি পেতে বাড়িতে এসি লাগাতে চাইলেও জায়গার সমস্যায় লাগাতে পারেন না অনেকেই। তাঁদের মুশকিল আসান হতেই পারে পোর্টেবল এসি। দামও নাগালেরই মধ্যে। দেওয়ালে ফুটো করার ঝক্কি নেই। অথচ ঘরে থাকলেই তীব্র গরমকে ‘স্টেডিয়ামের বাইরে’ পাঠাতে পারবেন অনায়াসেই।
কী এই পোর্টেবল এসি?
নাম থেকেই পরিষ্কার, নির্দিষ্ট কোনও জায়গায় স্থানু অবস্থানে না রেখে ঘরের যেখানে ইচ্ছে সেখানেই একে নিয়ে যাওয়া যাবে। আসলে এর তলায় লাগানো থাকে চাকা। ফলে অনায়াসেই কখনও শোওয়ার ঘর, কখনও বা ড্রইংরুমে বা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাবে। মোটামুটি ভাবে ৯০ বর্গফুট অঞ্চল এরা কনকনে ঠান্ডা রাখতে পারে।
কেমন দাম পড়বে?
প্রথমেই বলে রাখা ভালো, পকেট একেবারেই খাঁ খাঁ অবস্থা হলে কুলারের কথা ভাবতে পারেন। কিন্তু একটু সামর্থ থাকলেই পোর্টেবল এসিকে বেছে নিতেই পারবেন। কেননা এর দাম মোটামুটি সাধ্যের মধ্যেই। ধরে রাখতে পারেন ৩০ হাজার টাকার এদিক বা ওদিকেই রয়েছে এমন এসির সম্ভার। ব্লু স্টারের ১ টন পোর্টেবল এসির দাম ঘোরাফেরা করে ৩২ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে। আবার জাপোরার মিনি এয়ার কন্ডিশনারের দাম ২২ হাজার ৭৯৯ টাকা। অন্যদিকে ক্রোমার দেড় টনের পোর্টেবল এসির দাম ৩৬ হাজার থেকে ৩৯ হাজারের মধ্যে। বিভিন্ন ই-কমার্স সাইটে ঘুরে দেখুন। অনেক সময়ই বিশেষ অফারে আরও আকর্ষণীয় ছাড়ে আপনার বাড়িতে এনে ফেলতে পারবেন এই চলমান শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটিকে।
কেনার সময় কী খেয়াল রাখবেন?
এয়ার কন্ডিশনারের ঠান্ডা করার ক্ষমতাকে মাপা হয় বিটিইউ দিয়ে। অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিট দিয়ে। সেটা যত বেশি হবে ততই বেশি শক্তিশালী হবে আপনার যন্ত্রের শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষমতা। পাশাপাশি খেয়াল রাখুন যেন যন্ত্রটির ওজন ২২ কেজির বেশি না হয়। পাশাপাশি যন্ত্রটি যেন অন্তত ফোর স্টার হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.