Advertisement
Advertisement
Google Maps

স্ক্রিনশট থেকেই লোকেশন সেভ করে দেবে গুগল ম্যাপ! নয়া ফিচারে চমক

প্রথমেই নিশ্চিত হোন ডিভাইসে থাকা গুগল ম্যাপটি আপডেটেড কিনা।

Google Maps can now scan your iPhone screenshots to save locations automatically
Published by: Biswadip Dey
  • Posted:May 8, 2025 5:45 pm
  • Updated:May 8, 2025 5:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত সময় যাচ্ছে ততই আরও স্মার্ট হয়ে উঠছে গুগল ম্যাপ। আর হাতের ডিভাইস যদি হয় আইফোন, তাহলে তো কথাই নেই! গুগল নিয়ে এসেছে এমন এক নয়া ফিচার যা চমকে দেয়। এই ফিচার আপনার স্ক্রিনশট স্ক্যান করেই সেটাকে সেভ করে রাখবে লোকেশন হিসেবে। ব্যাপারটা কী? খোলসা করা যাক।

Advertisement

ধরুন, আপনি একটি ক্যাফে খুঁজে পেয়েছেন সোশাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে। স্ক্রিনশট নিয়ে রাখলেন। ভাবলেন পরে গুগল ম্যাপে সার্চ করবেন। কিন্তু তার আর প্রয়োজন পড়বে না। বাকি কাজটা করবে গুগল ম্যাপ। জেমিনি এআই ব্যবহার করে সেই অ্যাপ ওই স্ক্রিনশট থেকে জায়গাটি সংক্রান্ত তথ্য খুঁজে বের করবে। এবং আপনাকে অপশন দেবে স্পটগুলি সেভ করার।

কীভাবে কাজ করবে এই নয়া ফিচার? এর জন্য প্রথমেই নিশ্চিত হোন আপনার আইফোনে থাকা গুগল ম্যাপটি আপডেটেড কিনা। এরপর ‘ইউ’ ট্যাবে গেলেই দেখবেন ‘স্ক্রিনশট’ নামের একটি নতুন প্রাইভেট লিস্ট। সেখানে স্পর্শ করলে একটি ডেমোর সাহায্যে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কী করে কাজ করবে ফিচারটি। দেখতে পাবেন, কেমন করে পপ আপ করছে রিভিউ স্ক্রিন। কেবল আপনার সম্মতির অপেক্ষা। তাহলেই সেভ হয়ে যাবে জায়গাটি।

গন্তব্যে পৌঁছতে গুগল ম্যাপের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। যদিও অনেক সময় নানা ধরনের বিপত্তিও ঘটেছে। এর আগে গ্রেটার নয়ডার একটি ঘটনা নতুন করে তা প্রমাণ করেছিল। গুগল ম্যাপকে ভরসা করতে গিয়েই এক তরুণ ৩০ ফুট গভীর নর্দমায় পড়ে যান। তাঁর মৃত্যু হয়। এই ধরনের বিপত্তি এড়াতে তৎপর রয়েছে গুগল। আগামিদিনে এমনই সব পরিবর্তনের মাধ্যমে গুগল ম্যাপ আরও সহায়ক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ