Advertisement
Advertisement

Breaking News

প্যান কার্ড

এবার আধার কার্ড থাকলেই মুহূর্তে মিলবে প্যান কার্ড, জেনে নিন পদ্ধতি

পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে।

Now get instant PAN card online through Aadhaar based e-KYC

ছবি: প্রতীকী।

Published by: Sulaya Singha
  • Posted:May 29, 2020 6:44 pm
  • Updated:May 29, 2020 6:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যান কার্ড বানানো এতকাল বেশ ঝকমারি কাজই ছিল। অমুল জায়গায় যাও, তমুক কাগজ দেখাও- বহু কাঠখড় পুড়িয়ে শেষে হাতে মিলত প্যান কার্ড। আর তাতে যদি ভুল বানান কিংবা এধরনের কোনও তথ্য গন্ডগোল থাকত, তাহলে আরেক ঝক্কি। কিন্তু বৃহস্পতিবার থেকে প্যান কার্ড হাতে পেতে আর কোনও সমস্যা রইল না। এবার আধার কার্ডের ই-কেওয়াইসির (e-KYC) মাধ্যমে সহজেই মিলবে ইনস্ট্যান্ট প্যান কার্ড।

Advertisement

গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নয়া নিয়মটি চালু করার কথা ঘোষণা করেন। তারপরই কীভাবে প্যানের জন্য আবেদন করতে হবে, আয়কর বিভাগের তরফে তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়। জানানো হয়, যাঁদের আধার কার্ড আছে এবং তার সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার করানো আছে, তাঁরা অনায়াসের ইনস্ট্যান্ট প্যান কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। আবেদনকারীর জন্য বিনামূল্যে একটি ই-প্যান (e-PAN) কার্ড ইস্যু করে দেওয়া হবে। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কীভাবে অনস্ট্যান্ট প্যান কার্ডের আবেদন জানাতে হবে।

[আরও পড়ুন: ভুয়ো খবর রুখতে কড়া নজরদারি, এবার পোস্ট ভাইরাল হলেই আইডি যাচাই করবে ফেসবুক]

১. প্রথমেই আয়কর বিভাগের () e-filing ওয়েবসাইটটি সার্চ করে সেখানে ঢুকুন।
২. সেখানে ১২ সংখ্যার আধার কার্ড নম্বর দিতে হবে।
৩. সেটি দিলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। নম্বরটি বসিয়ে সাবমিট বোতামে ক্লিক করতে হবে।
৪. একটি ১৫ সংখ্যার নম্বর দেখাবে।
৫. ব্যস, এবার ই-প্যান কার্ডটি ডাউনলোড করে নিন। প্রয়োজনে প্রিন্ট আউটও বের করে নিন।
৬. ই-প্যান কার্ডটি আবেদনকারীর ই-মেল আইডিতেও পাঠিয়ে দেওয়া হবে। অবশ্য তার জন্য তাঁর আধার কার্ডের সঙ্গে ই-মেলটি রেজিস্টার্ড হতে হবে।

উল্লেখ্য, চলতি বছর ৩০ জুন আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের শেষ দিন। তাই সমস্ত পরিষেবা সচল রাখতে মুহূর্তে প্যান কার্ড বের করে নিয়ে আধার আর প্যান লিংক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

[আরও পড়ুন: WhatsApp কর্তৃপক্ষের নাম ভাঁড়িয়ে মেসেজ, নতুন প্রতারণার ফাঁদ হ্যাকারদের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ