Advertisement
Advertisement

Breaking News

WeTransfer

তথ্য ফাঁস করছে WeTransfer! প্রবল ক্ষোভের মুখে মুখ খুলল সংস্থা

'উই ট্রান্সফার'-এর মালিকানাধীন সংস্থা নেদারল্যান্ডসের।

WeTransfer clarifies it won't use your files to train AI amid user backlash
Published by: Biswadip Dey
  • Posted:July 16, 2025 2:38 pm
  • Updated:July 16, 2025 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট-নির্ভর ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে ‘উই ট্রান্সফার’-এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। নেদারল্যান্ডসের সংস্থা ‘বেন্ডিং স্পোর্টস’-এর এই পরিষেবার বিরুদ্ধেই উঠল এবার তথ্য ফাঁসের অভিযোগ। এআইকে প্রশিক্ষণের জন্য ইউজারদের ফাইল ব্যবহার করা হচ্ছে বলে দাবি বহু নেটিজেনের। চাপের মুখে পড়ে এবার মুখ খুলল সংস্থা। কী জানাল তারা?

Advertisement

মঙ্গলবার বিবিসির সঙ্গে কথা বলার সময় সংস্থার এক মুখপাত্র বলেছেন, ”আমরা মেশিন লার্নিং কিংবা কোনও ধরনের এআইকে এমন কনটেন্ট দিই না যা উই ট্রান্সফারে শেয়ার করা হয়েছে। এমনকী কোনও থার্ড পার্টিকে কোনও কনটেন্ট বা তথ্য সরবরাহ করি না।”

কেন হঠাৎ এমন বিতর্ক শুরু হল? আসলে গত ১৪ জুলাই উই ট্রান্সফারের তরফে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছিল, পরিষেবাকে আরও উন্নত করতে এআই মডেলকে তথ্য ও ফাইল সরবরাহ করতে পারে। কিন্তু এই ঘোষণার পরই বিতর্ক তুঙ্গে ওঠে। অবশ্য এই অভিযোগ কেবল উই ট্রান্সফারের ক্ষেত্রেই উঠল তা নয়। বহু সংস্থাই নিজেদের এআই মডেল ও ফিচারের উন্নতিসাধনে ইউজারদের কনটেন্ট ব্যবহার করছে বলে জানা গিয়েছে। যা নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে।

প্রসঙ্গত, উই ট্রান্সফার সারা পৃথিবীতেই জনপ্রিয়। বড় ফাইল পাঠাতে এর জুড়ি নেই। প্রিয় ছবির ফুটেজ কিংবা গান ইত্যাদি পাঠাতে অনেকেই উই ট্রান্সফার ব্যবহার করেন। কিন্তু এবার বিতর্ক ঘনাল তাকে নিয়েই। যদিও পরে তাদের ‘পলিসি’ সংক্রান্ত ঘোষণায় পরিবর্তনও করেছে উই ট্রান্সফার। তাদের দাবি, আগের ঘোষণায় ইউজারদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। বলা হয়, আসলে বলতে চাওয়া হয়েছিল, পরিষেবায় উন্নতির জন্য এআইকে উন্নত করা হতে পারে। কিন্তু বক্তব্যের ভাষাতেই গোলমাল থাকায় সংশয় সৃষ্টি হয়েছিল বলে দাবি সংস্থার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement