Advertisement
Advertisement

Breaking News

Kalipuja 2025

দীপাবলিতে ভোল বদলে যায় দেশের এই জায়গাগুলির, বেড়াতে না গেলেই কিন্তু মিস!

জেনে নিন দীপাবলির মরশুমে দেশের কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন।

Kalipuja 2025: some tour destination for deepavali
Published by: Arani Bhattacharya
  • Posted:October 14, 2025 9:27 pm
  • Updated:October 15, 2025 6:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আলোর রোশনাইয়ের সঙ্গে সঙ্গে বদলে যাবে অলি গলি রাজপথ থেকে বাড়ির উঠান বা ছাদের ভোল। ভ্রমণপ্রেমীদের জন্য এই দীপাবলির মরশুম কিন্তু একটু অন্যভাবে ভ্রমণের স্বাদ নেওয়ার মোক্ষম সময় বলা যায়। কারণ একটাই এই সময় দেশের নানা প্রান্ত সেজে ওঠে দীপাবলির উৎসবের সঙ্গে নতুন ভাবে। জেনে নিন এই দীপাবলির মরশুমে দেশের কোথায় কোথায় যেতে পারেন বেড়াতে।

Advertisement

এক্ষেত্রে আপনার প্রথম গন্তব্য হতে পারে বারাণসী।  এমনিতেও এই সময় উত্তর ভারতের নানা প্রান্তের চেহারা আমূল পালটে যায়। তবে দীপাবলির পরও কিন্তু রোশনাইয়ের খেলা চলে এই দেবনগরীতে। কেন? কারণ কালীপুজো বা দীপাবলির ঠিক পনেরো দিন পরেই এই সময় বারাণসীর বুকে আয়োজিত হয় দেব দীপাবলী। এই অনুষ্ঠানে সামিল হন বিভিন্ন প্রান্তের মানুষ। প্রদীপ, আলোকমালা, আতসবাজি সবমিলিয়ে বারাণসীর ঘাটে ঘাটে এক আলাদাই পরিবেশ তৈরি হয়। তাই দীপাবলির মরশুমে বারাণসী ট্যুর মাস্ট।

বারাণসীর পাশাপাশি ঘুরে দেখতে পারেন রাম জন্মভূমি অযোধ্যা। দীপাবলীতে অযোধ্যার সরযূ নদীর তীরে পালিত হয় দীপোৎসব। নানা অনুষ্ঠানের পাশাপাশি থাকে রামলীলার অনুষ্ঠানও। এই সবের পাশাপাশি সীতা রসোই, কনক ঘাট ঘুরে দেখতে পারেন এবং সঙ্গে চেখে দেখতে পারেন এখানকার স্থানীয় খাবার।

উত্তরপ্রদেশের পাশাপাশি এক্ষত্রে এগিয়ে রয়েছে রাজস্থানও। গোলাপি শহর জয়পুর এই সময় আলোর রোশনাইতে হয়ে ওঠে একেবারে অন্যরকম। হাওয়া মহল, সিটি প্যালেস-সহ এখানকার বিভিন্ন জায়গায় পালিত হয় সাড়ম্বরে দীপাবলির উৎসব। মরুশহরকে তখন একপ্রকার চেনা দায় হয়ে পরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ