প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজে গিয়েছে এশিয়া কাপের দামামা। মহাদেশের সেরা হওয়ার দৌড়ে শামিল ৮ দেশ। টুর্নামেন্টের সময়ে নিজের কর্মচারীদের জন্য মিষ্টি উদ্যোগ নিলেন দুবাইয়ের এক ব্যবসায়ী। সবমিলিয়ে এশিয়া কাপের ৭০০টি টিকিট কিনে নিয়েছেন তিনি। অধস্তন কর্মচারীদের এই টিকিট উপহার দেবেন ওই ব্যবসায়ী। তাঁর মতে, যারা প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম করেন তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।
ক্রিকেট ‘উৎসব’কে ঘিরে এই মিষ্টি উদ্যোগ নিয়েছে দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ড্যানিয়ুব গ্রুপ। সংস্থার ভাইস চেয়ারম্যান আনিস সাজান বলেছেন, এশিয়া কাপের জন্য ৭০০টি টিকিট কেটেছেন তিনি, বিভিন্ন ম্যাচ মিলিয়ে। এই টিকিট পুরোটাই তিনি দিয়ে দেবেন সংস্থার শ্রমিক এবং অধস্তন কর্মীদের জন্য। তার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের ১০০টি টিকিট রয়েছে। উল্লেখ্য, ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ৮ লক্ষ পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। সুপার ফোর এবং ফাইনালের টিকিটও রয়েছে আনিসের কাছে। সংস্থার কর্মীরা বিনামূল্যে এশিয়া কাপ ফাইনালও দেখতে পারবেন।
কেন এমন উদ্যোগ? স্থানীয় সংবাদমাধ্যমকে ‘বস’ আনিস জানিয়েছেন, “আসলে সংযুক্ত আরব আমিরশাহীতে এত বড়মাপের ক্রিকেট ম্যাচ খুব কমই হয়। এখন সুযোগ এসেছে মাঠে বসে এরকম ম্যাচ দেখার। তাই আমরা চাই, যারা আড়ালে থেকে প্রত্যেক দিন নীরবে কাজ করে যায়, তারাও যেন এই ক্রিকেটে অংশ হয়ে উঠতে পারে। ক্রিকেট ম্যাচকে ঘিরে তাদের নতুন স্মৃতি তৈরি হবে।” আনিসের মতে, একেবারে নিচুতলার শ্রমিকদের স্বীকৃতি দেওয়া হবে টিকিট উপহার দেওয়ার মাধ্যমে।
অন্যদিকে, সূত্র মারফত জানা যাচ্ছে, দুবাইয়ে ভারত-পাক লড়াই নিয়ে নাকি কোনও উন্মাদনাই নেই! এমনকী অসংখ্য টিকিট বিক্রিই হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাইভোল্টেজ ম্যাচের ৪ দিনে আগেও সব টিকিট বিক্রি হয়নি। কারণ হিসেবে যা বলা হচ্ছে, তার বাংলা অনুবাদ হতে পারে ‘গলা কাটা দাম’। তাছাড়া সুপার ফোরে উঠলে দুই দলের একাধিকবার দেখা হবে। অনেকে সেই ম্যাচগুলোর দিকে নজর রাখছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.