সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে পুরো ৭২০ নম্বরই পেলেন এক ছাত্র। তাও আবার মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মতো কঠিন পরীক্ষায়? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পুরো ৭২০ নম্বর পেয়ে ওড়িশা (Odisha) থেকে প্রথম ছাত্র হিসেবে NEET পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছেন শোয়েব আফতাব। পরীক্ষার ফল প্রকাশ হতেই শুভেচ্ছার জোয়ারে ভেসে গিয়েছেন তিনি। এমনকী তাঁর সঙ্গে দেখা করেছেন খোদ লোকসভার স্পিকার তথা রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা (Om Birla)।
করোনা পরিস্থিতিতে মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হওয়া নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। মহামারী পরিস্থিতিতেই পরীক্ষা আয়োজন নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছিল। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। শেষপর্যন্ত নির্ধারিত দিনে পরীক্ষা হলেও অনেকেই NEET দিতে পারেননি। তাঁদের ফের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগও দেয় সুপ্রিম কোর্ট। শুক্রবার সর্বভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। প্রথমে বেশ কিছুক্ষণ সার্ভার বন্ধ থাকলেও পরে রেজাল্ট দেখতে পান পরীক্ষার্থীরা। তখনই জানা যায় শোয়েবের সাফল্যের কথা। যদিও সম্প্রতি ‘অ্যানসার কি’ বেরনোর পরই এই ব্যাপারে নিশ্চিত ছিলেন শোয়েব।
आज मेरे साथ शोएब आफताब लोकसभा अध्यक्ष जी से मिला। बिरला जी ने शोएब एवं एलन परिवार को बधाई दी। क्लासरूम स्टूडेंट शोएब द्वारा जारी रिकॉर्डेड रेस्पॉन्स व आंसर-की के आधार पर में 720 में से 720 अंक प्राप्त करने जा रहा है
— Naveen Maheshwari (@Naveen_ALLEN)
প্রসঙ্গত, রাজস্থানের (Rajasthan) কোটার একটি কোচিং ক্লাসে পড়াশোনা করেছিলেন শোয়েব। সেই সংস্থার তরফেও টুইট করেও তাঁর সাফল্যের কথা জানানো হয়। এবছর দুই পর্ব মিলিয়ে প্রায় ১৪ লক্ষ পড়ুয়া মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন। আগামিদিনে সফল পড়ুয়ারা কাউন্সেলিংয়ে বসবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.