সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা সিনেমাই। তা কখনও বাস্তব হতে পারে না। কঠিন জীবনের অভিজ্ঞতা এমন করেই ভাবতে শেখায় মানুষকে। তথাপি আটপৌরে জীবনেই যে রূপকথার আঁতুরঘর, সেকথা মনে করিয়ে দিল শতাক্ষী ভার্বে আর প্রতীক মোদির কাহিনি। যুগলের বিয়ের আগে এক দুর্ঘটনায় চলার শক্তি হারিয়ে ফেলেন কনে শতাক্ষী। যেন স্বপ্নই চুরমার! ভেস্তে যায় বিয়ে নিয়ে যাবতীয় পরিকল্পনা। চিন্তায় পড়েন দুই পরিবারের সদস্যরা। যদিও বাইরের ঘটনাকে তোয়াক্কা করেননি বর-কনে। ফলে যাবতীয় বাঁধা ডিঙিয়ে সাতপাকে বাঁধা পড়লেন ওঁরা। শতাক্ষীকে কোলে তুলে সাতপাক ঘুরলেন প্রতীক। ঠিক যেন আমির খান এবং মণীষা কৈরালা অভিনীত ‘মন’ ছবির দৃশ্য!
বিয়ের ঠিক ৪৫ দিন আগে পথদুর্ঘটনার মুখে পড়েন কনে শতাক্ষী। হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেন তিনি। অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। অবস্থার বিপাকে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয় দুই পরিবার। তখনকার মতো দু’মাস পিছিয়ে দেওয়া হয় বিয়ে। যদিও অস্ত্রোপচারের পরেও পুর সুস্থ হননি কনে। এর মধ্যে দু’মাস ফুরিয়ে আসে। তবে কি আবারও বিয়ে পিছতে হবে? দুই পরিবারের সদস্যদের মাথায় যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তখন প্রতীক আর সময় নষ্ট করতে চাননি।
View this post on Instagram
যাবতীয় রীতি মেনেই বিয়ে করেন শতাক্ষী-প্রতীক। কামাল করেন বর। কনেকে কাঁধে করে সাতপাক ঘোরেন তিনি। রূপকথার মতো সেই মুহূর্তের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে দেখা গিয়েছে, কনে সাজে শতাক্ষী। বরবেশে তাঁকে কোলে নিয়েই সাতপাক ঘুরছেন প্রতীক। স্বভাবতই জীবনসঙ্গীর এমন কাণ্ডে মুগ্ধ তরুণী। ভিডিও পোস্ট করেন শতাক্ষী লেখেন, “আমি জানি রূপকথাও সত্যি হয়, কারণ তুমি আছ আমার পাশে।” প্রতীকের উত্তর, “গোটা জীবন এ ভাবেই ভার তুলব।” নেটিজেনদের অনেকেই জানিয়েছেন, যুগলের ভিডিও দেখে মনে পড়েছে আমির-মনীষা অভিনীত ‘মন’ ছবির সেই দৃশ্যের কথা। যেখানে প্রতিবন্ধী নায়িকাকে কোলে তুলে সাতপাক ঘোরেন নায়ক। বর-কনেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.