সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের বিশেষ মুহুর্তে মন যে আনন্দে নেচে ওঠে, সে তো সকলের জানা। তবে অন্তর্মুখী মানুষ সেই নাচ প্রকাশ্যে আনতে সক্ষম হন না। লোকলজ্জার ভয়। কেউ কেউ সাহসী হন। যেমন এই সুন্দরী তন্বী। পাঁচ বছর বাদে প্রেমিকাকে দেখে, কাছে পেয়ে আবেগে লাগাম পরাতে অক্ষম হন তিনি। আনন্দে নেচে উঠলেন ভরা বিমানবন্দরেই। ভালোবাসার সেই উজ্জ্বল ও পবিত্র মুহূর্ত ভাইরাল হল সোশাল মিডিয়ায়। যা দেখে মুগ্ধ দুনিয়ার নেটিজেনরা।
মন কাড়া ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন নিখিল শাহ নামের কানাডাবাসী এক কনটেন্ট ক্রিয়েটর। সেখানে দেখা গিয়েছে, বিমানবন্দরে এক্সিট থেকে বেরিয়ে আসছেন এক যুবক। সঙ্গের ট্রলিতে লাগাজের বোঝা। বন্ধু বা নিকট আত্মীয় দুই যুবক তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। আলিঙ্গন করেন। এর পরেও পাঁচ বছর বাদে ঘরে ফেরা যুবকের চোখে ছিল কৌতূহলী দৃষ্টি, তিনি আদতে খুঁজছিলেন প্রেমিককে। খানিক বাদেই তরুণীর সঙ্গে দেখা হয় তাঁর।
View this post on Instagram
না, হিন্দি ছবির নায়িকার কায়দায় ছুটে গিয়ে যুবকের বুকে ঝাঁপিয়ে পড়েননি তরুণী। বরং হাসি মুখে ভরা বিমানবন্দর চত্বরেই নাচতে শুরু করেন। শেরশাহ সিনেমার ‘রাতে লম্বিয়া’ গানের তালে খানিক নাচের পরে একে অপরকে জোরিয়ে ধরেন তাঁরা। এই দৃশ্য দেখেই মুগ্ধ নেটপাড়া। ভাইরাল হয়েছে ভিডিও। ভিউ ছাড়িয়েছে ৩.৩ মিলিয়ান। ১ লক্ষ চার হাজার লাইক পড়েছে। এবং শেয়ারের বন্যা। দূরত্ব যে নৈকট্য বাড়ায়, তারই জলজ্যান্ত উদাহরণ ভাইরাল এই ভিডিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.