Advertisement
Advertisement
Mahabharata

৩০ মে মহাভারতের মতো যুদ্ধ দেখবে বিশ্ব, ভারত-পাক সংঘাত আবহে ভাইরাল জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

তারপর শুরু হবে ভারতের স্বর্ণযুগ!

world will see another Mahabharata on May 30, predicts astrologer
Published by: Subhankar Patra
  • Posted:May 10, 2025 1:24 pm
  • Updated:May 10, 2025 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম ও অর্ধমের লড়াই! সত্যের জয়। পরিবারিক রাজনীতির জঘন্য রূপ। তীব্র দ্বন্দ্ব, অবিশ্বাস, লাঞ্ছনা। যার ফল মহাযুদ্ধ। ভারতবর্ষ যাকে মহাভারত নামে জানে। সেই যুদ্ধ হয়েছিল পাণ্ডব-কৌরবের মধ্যে। সেই মহাকাব্যের পাতায় বর্ণিত রয়েছে আগামী ৩০ মে আরও একটি যুদ্ধ হবে! নাড়িয়ে দেবে বিশ্বকে। পালটে দেবে  ইতিহাস। বিশ্ব দেখবে আরও একটি মহাভারত! এমনই দাবি জ্যোতিষবিদ স্বামী যোগেশ্বরানন্দ গিরির।

Advertisement

বিভিন্ন গ্রহের অবস্থান দেখে তিনি বলেন, ওই সময় বিশ্বে মহাভারতের মতো এক যুদ্ধ হবে। ন এই যুদ্ধ কাদের মধ্যে হবে? তা অবশ‌্য যোগেশ্বরানন্দ তাঁর ভবিষ‌্যদ্বাণীতে উল্লেখ করেননি। তবে গত মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে তাঁর বলা সেই কথা ফের ভাইরাল সোশাল মিডিয়ায়।

সম্প্রতি, যোগেশ্বরানন্দ গিরি একটি ভিডিও বার্তায় বলেছিলেন, “আগামী ৩০ মে ছ’টি গ্রহ এমন একটি অবস্থানে আসবে যার কারণে সারা বিশ্বে দ্বন্দ্ব তৈরি হবে। মহাভারতের যুদ্ধের সময় বা পৃথিবীতে অন‌্য বিভিন্ন বড় যুদ্ধের সময় এই ছ’টি গ্রহের অবস্থান ঠিক যেমন ছিল, তেমনই তাদের অবস্থান হবে ওইদিন। এটা গাণিতিকভাবে প্রমাণিত। এটা ফরমুলা মেনেই হয়। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করেই এমন বলছি।” যুদ্ধের ব‌্যাখ‌্যা দিয়ে তিনি আরও বলেছিলেন, “যুদ্ধ একরকমের যজ্ঞ। যজ্ঞের অর্থ ত‌্যাগ, বলিদান। গীতায় কৃষ্ণ বলেছেন, যজ্ঞ, দান ও তাপস কখনও পরিত‌্যাগ করা উচিত নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement